Three wheeler ‘BMW’, you can ride this in summer: এই অস্বস্তিকর গরমে ট্রেন, বাস কিংবা অটো যেখানেই উঠবেন ভিড় আর ঠাসাঠাসি। দুপুরের গরম যেন ছ্যাঁকা দেওয়ার মতো, কোথাও এতোটুকু স্বস্তি নেই। তবে গরমে যদি একটুও ঠান্ডা হাওয়া পেতে চান তাহলে আপনাকে চড়তে হবে কুলার অটোতে (Auto with cooler)। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব সত্যি। অদ্ভুত এই অটোর পেছনে লাগানো রয়েছে কুলার যা যাত্রীদের দিচ্ছে ঠান্ডা হাওয়া। অনেক যাত্রী দিব্যি ঠান্ডা হাওয়া খেতে যেতে যাত্রা করছেন এই অটোতে। সেই ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়াতে।
তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী পারদে যাত্রীদের গণপরিবহনে যাত্রা করতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থা। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে মানুষের। কিন্তু মানুষকে প্রতিদিনকার কাজ মেটানোর জন্য এবং নিজেদের রুজি রোজগার চালানোর জন্য বাইরে বেরোতেই হবে। তবে এই গরমে বাসের থেকে অটোতে যাত্রা করলে তা অনেক বেশি আরামদায়ক, আবার যদি তাতে লাগানো থাকে কুলার (Auto with cooler) তাহলে তো কোনো কথাই নেই। গোটা সোশ্যাল মিডিয়াতে এরকম একটি ভিডিও ঝড় তুলে দিয়েছে। কুলার লাগানো সেই অটো ছুটে চলেছে যাত্রী নিয়ে।
তিন চাকার এই যানবাহন অনেকেরই খুব পছন্দের। তবে গরমে কোন যানবাহনেই স্বস্তি নেই। ঠাসাঠাসি করে কারোরই যেতে ইচ্ছা করে না। এই অসহ্য বাস কিংবা অটো সবই যেন সময়, কোনোটাতেই যাত্রা করে মানুষ শান্তি পাবে না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এক অটো চালক তার অটোতে লাগিয়েছে কুলার (Auto with cooler), যা যাত্রীদের দিচ্ছে এক আরামদায়ক যাত্রা। শুধু যাত্রীরা নয় এই হাঁসফাঁস গরমে অটোচালকও পাচ্ছেন একটু স্বস্তির নিঃশ্বাস। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করছে, তার মধ্যে যে গাড়িটি সবার নজর কেড়েছে সেটি হলো একটি তিন চাকার অটো। ভাবছেন অটোতে এমন কি আছে? অটো চালক যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য কাজে লাগিয়েছেন কুলার (Auto with cooler)। গরমে যখন সবার নাজেহাল অবস্থা তখন এই কুলার লাগানো অটো যাত্রীদের পক্ষে স্বস্তির একমাত্র ঠিকানা।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কবীর সেঠিয়া নামে এক ব্যক্তি। ভাইরাল হওয়া এই ভিডিওতে ভিউজ হয়েছে ৩ লাখ ৭১ হাজার। নেট দুনিয়াতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ভিডিওটি। ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ। এমনকি মজার সুরে কমেন্টও করেছেন অনেকে। একজন মন্তব্য করেছেন যে, এত অটো নয়, রীতিমতো একটি ছোট বিএমডব্লিউ। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে যে, কুলার লাগানোতে কি অটোর ভাড়া অনেকটাই বেড়ে যাবে?