Axis Bank FD Rate: ফুলেফেঁপে উঠবে কোটি কোটি গ্রাহকদের লক্ষ্মীর ভান্ডার! ফিক্সড ডিপোজিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিল অ্যাক্সিস ব্যাঙ্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Axis Bank has taken a new decision on the interest rate of FD: নিরাপদ অর্থ বিনিয়োগের অন্যতম একটি খাত হলো ব্যাঙ্ক। যেখানে গ্রাহকদের বিনিয়োগ অর্থ বাড়ানোর জন্য নানা ধরনের স্কিম পরিচালনা করা হয়। যার মধ্যে বিশেষ একটি স্কিম হল ফিক্সড ডিপোজিট। যেখানে নির্দিষ্ট মেয়াদে অর্থ বিনিয়োগ করলে ভালো পরিমান সুদে অর্থের পরিমাণ অধিক হয়ে ওঠে। তবে এই স্কিমে মেয়াদ অনুযায়ী সুদের পরিমাণ ধার্য করা হয়। এবার সেই স্কিমের সুদ বৃদ্ধি নিয়েই বিরাট পদক্ষেপ নিল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank FD Rate)। যা ইতি মধ্যেই অ্যাক্সিস ব্যাঙ্কের ওয়েবসাইট তরফে জানা গিয়েছে। কি সিদ্ধান্ত নিল?

Advertisements

অ্যাক্সিস ব্যাঙ্ক ওয়েবসাইট সূত্রের খবর চলতি অর্থবর্ষে ৩০ বেসিস পয়েন্টে সুদ বৃদ্ধি করল দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক। মূলত এই সুদ বৃদ্ধি করা হয়েছে ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদে। অপরদিকে টাকার অঙ্ক রেখেছে ৩ কোটি টাকার কম অর্থাৎ ৩ কোটি টাকার কম FD-তে এই সুদ বৃদ্ধি (Axis Bank FD Rate) করা হয়েছে। যার ফলে পূর্বের সুদের তুলনায় গ্রাহকরা ০.৩০ শতাংশ সুদ বেশি পাবেন FD-তে। কবে থেকে কার্যকরী হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের এই সুদ?

Advertisements

প্রসঙ্গত, অ্যাক্সিস ব্যাঙ্ক তরফে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদ পর্যন্ত ফিক্সড ডিপোজিট অফার করছে। যেখানে মেয়াদ অনুযায়ী সুদ অফার করা হয় সাধারণের জন্য ৩ শতাংশ থেকে ৭.২০ শতাংশ। অপরদিকে প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৮৫ শতাংশ। সম্প্রতি নয়া সুদ কার্যকরী হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের। ১৯ শে জুন থেকে লাগু হয়েছে বলে জানা গিয়েছে। সেই সুদ বৃদ্ধির পর বর্তমানে কোন মেয়াদে কত পরিমান সুদ প্রদান করা হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।

Advertisements
মেয়াদ অনুযায়ী অ্যাক্সিস ব্যাঙ্কের সুদের তালিকা

আরও পড়ুন ? PNB Alert: মাথায় হাত গ্রাহকদের! ৩০শে জুনের পরই বন্ধ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই সকল গ্রাহকদের অ্যাকাউন্ট

  • ৭‐১৫ দিন:- এই মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সুদ প্রদান করছে ৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ।
  • ১৫-২৯ দিন:- এই মেয়াদে সাধারণ নাগরিকদের অঙ্কের উপর সুদ দেওয়া হচ্ছে ৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ (Axis Bank FD Rate)।
  • ৩০-৪৫ দিন:- এই মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদ প্রদান করা হচ্ছে ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪ শতাংশ।
  • ৪৬-৬০ দিন:- এই মেয়াদে ৪.২৫ শতাংশ সুদ অফার করছে সাধারণের জন্য এবং ৪.৭৫ শতাংশ সুদ অফার করা হচ্ছে প্রবীর নাগরিকদের জন্য।
  • ৬১-৩ মাসের কম:- এই মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্ক ৪.৫০ শতাংশ সুদ দিচ্ছে সাধারণদের এবং প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে ৫ শতাংশ।
  • ৩-৪ মাসের কম:- অ্যাক্সিস ব্যাংকের এই মেয়াদে সাধারণের জন্য সুদের হার ৪.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.২৫ শতাংশ।
  • ৪-৫ মাসের কম:- এই মেয়াদে সাধারণের জন্য সুদের হার ৪.৭৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.২৫%।
  • ৫-৬ মাসের কম:- সাধারণের জন্য এই মেয়াদে নির্দিষ্ট অ্যামাউন্টের উপর সুদা পাওয়া যাচ্ছো ৪.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.২৫ শতাংশ।
  • ৬-৭ মাসের কম:- এই মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্কে সুদের হার সাধারণের জন্য ৫.৭৫ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ।
  • ৭-৮ মাসের কম:- অ্যাক্সিস ব্যাঙ্কের এই মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ।
  • ৮-৯ মাসের কম:- সাধারণের জন্য নির্দিষ্ট অ্যামাউন্টের উপর সুদের হার ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
  • ৯-১০ মাসের কম:- সাধারণ গ্রাহকদের জন্য ৬ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ।
  • ১০-১১ মাসের কম:- ৬ শতাংশ সাধারণ গ্রাহকদের জন্য এবং ৬.৫০ শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য।
  • ১১ মাস-১১ মাসের কম ২৫ দিন:- এই মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্কের সুদের হার সাধারণের জন্য ৬ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ।
  • ১১ মাস ২৫- ১২ মাসের কম:- সাধারণ গ্রাহকদের জন্য ৬% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ।
  • ১২ মাস-১২ মাসের কম ৪ দিন:- সাধারণ গ্রাহকদের জন্য ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
  • ১২ মাস ৫ দিন-১২ মাসের কম ১১ দিন:- সাধারণ গ্রাহকদের জন্য ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
  • ১২ মাস ১১ দিন-১২ মাসের কম ২৪ দিন:- ৭ শতাংশ সাধারণ গ্রাহকদের জন্য এবং ৭.৫০ শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য।
  • ১২ মাস ২৫ দিন-১৩ মাসের কম:- 7 শতাংশ সাধারণ গ্রাহকদের জন্য এবং ৭.৫০ শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য।
  • ১৩ মাস-১৪ মাসের কম:- সাধারণের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক এই মেয়াদে সুদ অফার করছে ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদ অফার করছে ৭.৫০ শতাংশ।
  • ১৪-১৫ মাসের কম:- সাধারণ গ্রাহকদের জন্য ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
  • ১৫-১৬ মাসের কম:- ৭.১০ শতাংশ সাধারণ গ্রাহকদের জন্য এবং ৭.৬০ শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য।
  • ১৬-১৭ মাসের কম:- এই মেয়াদে ৭.১০% সুদের হার সাধারণদের জন্য এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০%।
  • ১৭-১৮ মাসের কম:- ৭.২০% সাধারণ গ্রাহকদের জন্য এবং ৭.৮৫ শতাংশ প্রবীণ নাগরিকদের জন্য সুদ অফার করছে অ্যাক্সিস ব্যাঙ্ক।
  • ১৮-২৪ মাসের কম:- সাধারণ গ্রাহকদের জন্য ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০%।
  • ২৪-৩০ মাসের কম:- এই মেয়াদে নির্দিষ্ট অ্যামাউন্টের উপর অ্যাক্সিস ব্যাঙ্ক সাধারণের জন্য সুদ প্রদান করছে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ।
  • ৩০-৩৬ মাসের কম:- অ্যাক্সিস ব্যাঙ্ক এই মেয়াদে ৭.১০% সুদ অফার করছে সাধারণ গ্রাহকদের জন্য এবং ৭.৬০ শতাংশ সুদ অফার করছে প্রবীণ নাগরিকদের জন্য।
  • ৩৬-৬০ মাসের কম:- সাধারণ গ্রাহকদের জন্য ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ।
  • ৬০ মাস‐১০ বছর:- এই মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য সুদ অফার করছে ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য অফার করছে ৭.৭৫ শতাংশ।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, চলতি অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটে কোনো পরিবর্তন আনেনি। RBI-এর এই সিদ্ধান্তে ফিক্সড ডিপোজিটে সুদ বৃদ্ধি করেছে একাধিক ব্যাঙ্ক। পূর্বেই SBI, HDFC-র মতো বহু ব্যাঙ্ক এফডিতে সুদ বৃদ্ধি করেছে। সাম্প্রতিক সেই তালিকাতেই নাম জুড়ল দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের। বাড়ালেন ফিক্সড ডিপোজিটের রেট (Axis Bank FD Rate)। যা চলতি মাস থেকেই কার্যকরী হয়েছে। তাই আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন এবং যদি এফডি করার চিন্তা ভাবনা করেন তাহলে লক্ষ্মীর ভান্ডার পূরণ করতে চাইলে শীঘ্রই FD-তে বিনিয়োগ করুন। অর্থের অভাব হবে না।

Advertisements