বিশ্বকাপে হারের পর নতুন কাণ্ড পাকিস্তানের! ব্যাট উঁচিয়ে রিজওয়ানকে তাড়া বাবরের

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বিশ্বকাপে অনেক আশা নিয়ে পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল ভারতে পা রাখলেও সেইসব আশা স্বপ্ন পূরণ হয়নি। লিগ ম্যাচ চলাকালীনই তাদের স্বপ্ন শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সেমিফাইনালে পা রাখার স্বপ্ন দেখলেও তা পূরণ হয়নি। বিশ্বকাপে এমন হতাশাজনক ফলাফলের মধ্যেই তাদের দেশে ফিরতে হয়। এসবের মধ্যেই এবার নতুন একটি কাণ্ড সামনে এসেছে।

পাকিস্তানের নতুন কাণ্ড ঘটিয়েছেন সে দেশের উইকেট কিপার রিজওয়ান এবং ব্যাটার বাবর। একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল হওয়া ভিডিওতেই এমন ঘটনা নজরে এসেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হঠাৎ ব্যাট উঁচিয়ে রিজওয়ানের দিকে তেড়ে আসেন বাবর। বাবরকে এইভাবে ব্যাট উঁচিয়ে তাড়া করতে দেখে দৌড় দেন পাক উইকেট কিপার রিজওয়ান। তবে ব্যাট উঁচিয়ে তাড়া করলেও বাবর কিন্তু রিজওয়ানকে ধরতে পারেন নি।

সামনেই পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। প্রস্তুতির মধ্যেই এমন ঘটনা দেখা যায়। ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। সেই টেস্ট সিরিজের আগে প্রস্তুতি পর্বে পাকিস্তানি ক্রিকেটারদের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা দেখে রীতিমতো হেসে খুন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রস্তুতির সময় ব্যাটিং করছিলেন বাবর। সে সময় তিনি একটি বল মিস করলে সেই বল চলে যায় উইকেট কিপার রিজওয়ানের হাতে। বাবর বল মিস করার পর ক্রিজ ছেড়ে সামনের দিকে এগিয়ে এলে রিজওয়ান সেই বল উইকেটে ছুঁড়ে দেন। প্রস্তুতি ম্যাচ ছাড়া এটি খেলা হলে বাবর আউট হতেন। কেননা স্ট্যাম্পে বল লাগার সঙ্গে সঙ্গেই রিজওয়ান লেগ আম্পায়ারের কাছে আউটের জন্য আবেদন করেন।

এমন আবেদনের পরই দেখা যায় বাবর মাঝ পিচ থেকে ব্যাট উঁচিয়ে রিজওয়ানের দিকে তেড়ে যান। সেই সময় রিজওয়ান বেগতিক দেখে দৌড় লাগান। তবে এই ঘটনা সিরিয়াস কোন বিষয় নয়। পুরোটাই মজার ছলে ঘটেছে। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে মূলত বিশ্বকাপে হারের পর পাকিস্তানী ক্রিকেট দলের হতাশা ভোলার উদাহরণ হিসাবে। কেননা তারা আবার নিজেদের মধ্যে মজা করেই প্রস্তুতি শুরু করেছেন। তাদের এই মজাদার কান্ড দেখে আম্পায়ারও হাসি চেপে রাখতে পারেননি। আবার ঠিক এইরকমই ঘটনা এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেখা গিয়েছিল। তবে সেদিন রিজওয়ান ক্রিকেট স্পিরিটের কথা মাথায় রেখে আউটের আবেদন করেননি।