নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাধ্যকর তার কাঁচা বাদাম গানের জন্য রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হন। তিনি রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হওয়ার পর বিভিন্ন অনুষ্ঠান এবং মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন। আবার অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন তার কাছে গান বাঁধতে অথবা ছবি তুলতে।
ভুবন বাদ্যকর রাতারাতি এমন সেলিব্রিটি হয়ে ওঠার আগে গ্রামে ঘুরে ঘুরে কাচা বাদাম বিক্রি করতেন। তার সেই বাদাম বিক্রির ব্যবসাকে আরও বড় করে তোলার জন্য তিনি এই গানটি লিখেছিলেন এবং তাতে সুর দিয়েছিলেন। গানটি একদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয় এবং সবার নজর কাড়ে।
এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আট থেকে আশি সাধারণ মানুষেরা এই গানে মজে ওঠার পাশাপাশি দেশ-বিদেশের তাবড় তাবড় সেলিব্রেটিদেরও এই গান নিয়ে নানান রিল ভিডিও তৈরি করতে লক্ষ্য করা গিয়েছে। গানটি ভাইরাল হওয়ার পর প্রথম দিকেই দেখা যায় বাংলাদেশের হিরো আলম একটি ভিডিও তৈরি করেন। আর দিন কয়েক আগে তিনি ভুবন বাদ্যকরের সঙ্গে জুটি বেঁধে গানও করেন।
ভুবন বাদ্যকরের সঙ্গে জুটি বেঁধে গান বাঁধার জন্য হিরো আলম বাংলাদেশ থেকে ছুটে আছেন কলকাতায়। এদিকে বীরভূম থেকে কলকাতায় পৌঁছে যান ভুবন বাদ্যকর। তারপর একটি স্টুডিওতে চলে দুজনের গান রেকর্ডিং-এর কাজ। তারা দুজনে একসঙ্গে দুটি গান রেকর্ডিং করেন। যার মধ্যে একটি গান ‘বাবু খাইছো কাচা বাদাম’ সামনে এসেছে।
হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে হিরো আলম ও ভুবন বাদ্যকর দুজনে মিলে যে দুটি গানটি রেকর্ডিং করেছেন সেটি আপলোড করা হয়েছে। তবে এই গানটির যে ভিডিও এখন আপলোড করা হয়েছে সেটি নাকি ‘টেলার’। এখনো আসল গান সামনে আনা বাকি রয়েছে বলেই দাবি করা হয়েছে ওই ইউটিউব চ্যানেলের তরফ থেকে।