বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা দায়ের করল ডিসিপি সাউথ কলকাতা

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারংবার ট্যুইটারে বিঁধতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। আর করোনা আবহেও থেমে থাকেননি এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বারংবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। ঠিক তেমনই একটি পোস্ট করে বেকায়দায় পড়লেন বাবুল সুপ্রিয়। তার বিরুদ্ধে মামলা করল ডিসিপি সাউথ কলকাতা।

রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহার একটি ছবি পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যে ছবিতে মুখ্য সচিবকে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সাথে। আর ওই ছবি পোস্ট করার পাশাপাশি বাবুল সুপ্রিয় মুখ্যসচিবকে শাসকদলের ধামাধারী বলে কটাক্ষ করেন। কিন্তু ওই ছবি ভুয়ো বলে জানিয়ে দিলো ডিসিপি সাউথ কলকাতা।

রবিবার কলকাতা পুলিশের ডিসিপি সাউথ কলকাতার তরফ থেকে ট্যুইট করে জানানো হয়, “সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। পোস্টে যে তথ্য দেওয়া হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

গত শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নিশানা করে এই ট্যুইট করেন। যেখানে দেখা যায় রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই একসাথে আড্ডা দিচ্ছেন। এই ছবি অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ করেন বাবুল সুপ্রিয়। যদিও পরে সেই পোস্ট আর দেখা যায়নি বাবুল সুপ্রিয়র ট্যুইটারে।

তবে ডিসিপি সাউথ কলকাতার তরফ থেকে মামলা দায়েরের বিষয়ে ট্যুইটারে জানানোর পর বাবুল সুপ্রিয় পুনরায় তার ট্যুইটারে পুলিশকে কটাক্ষ করেছেন। শাসক দল ও পুলিশের মধ্যে আঁতাতের অভিযোগ তুলে তিনি লিখেছেন, “সবই মানুষ জানে? আপনাদের সঙ্গে পুলিশের আঁতাতের প্রমাণ খুঁজতে ‘ফেলুদাকে’ লাগবেনা তাও জানেন• আমাকে ধন্যবাদ দিন যে মানুষ যে ছবিটি ভাইরাল করেছিল, আমি প্রশ্ন তোলায় (অন্ততঃ)এটা সত্যি নয় এটা বলার একটা সুযোগ পেলেন•মামলার ভয় দেখাবেন না দয়া করে?পুলিশ ‘নিয়ম মেনে’ চললে অনেক আগেই…?।”