‘অনুব্রত গুন্ডা, মানুষ বলে’, আক্রমণ বাবুল সুপ্রিয়র

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : তারাপীঠে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি শেষ করার পর মঙ্গলবার ফেরার পথে দুবরাজপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় অনুব্রত মণ্ডলকে গুন্ডা বলে আক্রমণ করলেন। ‘মানুষ ওকে গুন্ডা বলে’ এমনটাও দাবি করলেন তিনি।

Advertisements

Advertisements

অনুব্রত প্রসঙ্গে বাবুল সুপ্রিয়র এহেন মন্তব্যের পিছনে রয়েছে মঙ্গলবার দুপুরে অনুব্রত মণ্ডলের সাংবাদিক সম্মেলন। যে সময় কথা ওঠে বাবুল সুপ্রিয়র। সাংবাদিকরা অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করেন, ‘বাবুল সুপ্রিয় বলেছেন বীরভূমে অশুভ শক্তি আছে সেটার বিনাশ হবে’। আর এই প্রশ্ন শুনে অনুব্রত মণ্ডলের জবাব, “পাগল ছাগলের কথা শুনে আমার লাভ নাই।”

Advertisements

এরপর সন্ধ্যায় বাবুল সুপ্রিয় ফেরার পথে দুবরাজপুরে দাঁড়ান ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ার পর তিনি সাংবাদিকদের সামনে এলে অনুব্রত মণ্ডলের পাল্টা দিতে গিয়ে বলেন, “দিদির পোষা যে সমস্ত গুন্ডারা আছে, যারা গণতন্ত্রকে হ’ত্যা করে, মানুষকে ভোট দিতে দেয় না, অনুব্রত সেই রকম একটা গুন্ডা। ওর সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না।”

এর সাথে সাথেই বাবুল সুপ্রিয় ‘গুন্ডা’ মন্তব্যের সাফাই দিয়ে বলেন, “মানুষ যেটা বলে সেটাই বললাম। ওকে গুন্ডা বলে তাই বললাম। ওই লেভেলের পলিটিক্স আমি করিনা। মাফ করুন।”

Advertisements