Baby animals talk from inside the egg: বর্তমানে সাধারণ জ্ঞানের প্রশ্ন কেউ সেভাবে আর পড়তে চায় না। জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্নের উপর মানুষের আকর্ষণ আগের থেকে অনেকটাই কমে গেছে। কিন্তু অনেকেই ভালোভাবে জানেন যে এর গুরুত্ব অপরিসীম। কেননা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাপকভাবে কাজে লাগে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের গুরুত্ব অনেক। কারণ বহু শিক্ষার্থী বিভিন্ন কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে থাকে। যদি আপনার সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা না থাকে তাহলে সহজে পিছিয়ে পড়তে পারেন বিভিন্ন চাকরির পরীক্ষাতে। তাই ভালোভাবে এগুলোর অধ্যায়ন করতে হবে। আপনারা কি জানেন কোন প্রাণীর বাচ্চারা ডিমের ভেতর থেকে কথা বলতে শুরু করে (Egg)?
আসলে কি থাকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে? এই ধরনের প্রশ্নগুলোতে থাকে বিভিন্ন ধরনের প্রশ্নের সংমিশ্রণ। দেশ-বিদেশের নানা অজানা প্রশ্ন জানা যায় এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়লে। এতে থাকে নানা দেশের ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন। যদি আপনি ঠিকভাবে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো না পড়েন তাহলে লোকসান আপনারই। হয়তো হাতের নাগালে পাওয়া সরকারি চাকরিটাই হাত ছাড়া হয়ে যেতে পারে। সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি পড়েন তাহলেই জানতে পারবেন পৃথিবীতে এমন এক প্রাণী আছে যাদের বাচ্চারা ডিমের ভেতর থেকেই কথা বলে (Egg)।
এই বিশ্বে প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে ভিন্ন রকমের বৈশিষ্ট্য। কোন প্রাণীর ডিম ফুটে বাচ্চা বের হয় আবার কোন প্রাণীর সরাসরি বাচ্চা হয়। হয়তো অনেকেই জানেন না কোন প্রাণীর বাচ্চারা ডিম ফুটে বেরোনোর আগেই কথা বলা শুরু করে দেয় (Egg)। বিভিন্ন রকম আকর্ষণীয় প্রশ্নের সমাহার রয়েছে এই প্রতিবেদনটিতে। এক নজরে সেগুলোই দেখে নেওয়া যাক।
১. প্রশ্নঃ কত সালে মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৫৭৬ সালে ১৮ই জুন।
২. প্রশ্নঃ আয়তনের দিক থেকে বিচার করলে ভারতের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ গুজরাটের কচ্ছ জেলা।
৩. প্রশ্নঃ ‘গুগল’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের মাউন্টেন ভিউতে।
৪. প্রশ্নঃ বৈদ্যুতিক আলোর বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ বিজ্ঞানী টমাস আলভা এডিসন।
৫. প্রশ্নঃ ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয়?
উত্তরঃ কোচি, কেরলা।
৬. প্রশ্নঃ ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ পক প্রণালী।
৭. প্রশ্নঃ ভারতের কোন শহরটি ‘হীরার শহর’ নামে পরিচিত?
উত্তরঃ সুরাট, গুজরাট।
৮. প্রশ্নঃ ত্রিপিটক কোন ধর্মের সাথে সম্পর্কিত?
উত্তরঃ ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ।
৯. প্রশ্নঃ ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
১০. প্রশ্নঃ ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তরঃ ১৯১১ সালে।
১১. প্রশ্নঃ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।
১২. প্রশ্নঃ সুভাষচন্দ্র বসু কবে কংগ্রেস ত্যাগ করেন?
উত্তরঃ ১৯৩৯ সালের এপ্রিলে।
১৩. প্রশ্নঃ ভারতে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার প্রাচীনতম শহরটি কোনটি?
উত্তরঃ হরপ্পা।
১৪. প্রশ্নঃ কোন যুদ্ধের ফলে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ।
১৫.প্রশ্নঃ কোন প্রাণীর বাচ্চারা ডিমের ভেতর থেকেই কথা বলা শুরু করে দেয় (Egg)?
উত্তরঃ কচ্ছপের বাচ্চা।