লাল্টু : জনপ্রিয়তা মানুষকে কোথায় পৌঁছে দেয়! তারই প্রমাণ হিসাবে জ্বলজ্বল করছেন বীরভূমের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের ‘বাদাম বাদাম’ গানের জন্য এখন আসমুদ্রহিমাচল জনপ্রিয় হয়ে উঠেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, পাশাপাশি তার বিপুল জনপ্রিয়তা তৈরি হয়েছে বাংলাদেশে। আর এই বিপুল জনপ্রিয়তার কারণে তাকে হেলমেটে মুখ ঢাকা নিয়ে লুকিয়ে যাতায়াত করতে হচ্ছে।
ভুবন বাদ্যকরের ‘বাদাম বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর যখনই তার বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে, সেই সময় থেকেই তার বাড়িতে লোকজনের যাতায়াত শুরু হয়েছে। প্রথমদিকে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে মানুষের আগমন ঘটলেও পড়ে রাজ্য এবং বাংলাদেশ থেকেও ইউটিউবার এবং ভিডিও ক্রিয়েটাররা আসতে শুরু করেছেন। অজস্র মানুষের আগমন তার মন ভোলালেও তিনি কিন্তু বেশ সমস্যায় রয়েছেন।
ভুবন বাদ্যকর জানিয়েছেন, এখন তার বাড়ীতে এত মানুষ আসছেন এবং তারা গান শুনতে চাইছেন যে তিনি বাদাম বিক্রি করতে যাওয়ার ফুসরত পাচ্ছেন না। প্রতিনিয়ত মানুষের আবদার পূরণ করতে করতে তিনি নিজেই রোজগারের দিক দিয়ে চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে তিনি এখন কি করবেন খুঁজে পাচ্ছেন না।
অন্যদিকে কোন এক ইউটিউব ভিডিও ক্রিয়েটর তার গানে কপিরাইট অর্থাৎ স্বত্ব কিনে নেওয়ায় অন্যান্যরা যারা তার গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন তারা কপিরাইট খাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি শুক্রবার দুবরাজপুর থানার আসেন এবং এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে আবেদন জানান। সেখানেই তিনি তার বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে এমন লুকিয়ে লুকিয়ে আসার কথা বলেন।
তিনি জানান, “ভয়ে আমি কোথাও এখন যেতে পারছিনা। গ্রামের অনেকেই বলছেন আমি যদি এখন কোথাও একা যায় তাহলে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে। কেউ কিছু করে দিতে পারে। তবে আজ সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে লুকিয়ে লুকিয়ে এসেছি। মাথায় হেলমেট পরে লুকিয়ে লুকিয়ে এসেছে যাতে কেউ আমাকে চিনতে না পারেন।”
এর পাশাপাশি তিনি জানিয়েছেন, “আমার তো বাড়িতে বিশ্রাম নেই। সব সময় মানুষ ঢুকছেন। কে কিভাবে কখন আসছেন কিছু বুঝতেও পারছি না।”