Ankit Tiwari: কাঁচা বাদাম শেষ, এবার ভুবনকে খোঁচা দিতে ছাড়লেন না অঙ্কিত-ও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Singer Ankit Tiwari poke Badam Kaku for his song: সম্প্রতি সোশ্যাল মিডিয়া হল ভাইরাল হওয়ার সব থেকে বড় মাধ্যম। ভাইরাল হওয়া আজকাল যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মানুষ নিজের প্রতিভাকে নেট দুনিয়ার সামনে তুলে ধরে ভাইরাল হচ্ছে নিমেষে। গানের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় কিভাবে? গায়ক অঙ্কিত তিওয়ারি (Ankit Tiwari) সম্প্রতি এক সাক্ষাৎকারে “কাঁচা বাদাম” গানের গায়ক ভুবন বাদ্যকরকে খোঁচা মেরে কথা বললেন। তার মতে, তিনি চাইলেও কাঁচা বাদামের মত গান তৈরি করতে পারবেন না।

Advertisements

বলিউডের অন্যতম বিখ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি (Ankit Tiwari) বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তার ভক্তদের। ‘আশিকি-২’, ‘সুন রাহা হ্যায় না তু’, ‘গঁলিয়া’র মতো একাধিক হিট গান তৈরি করেছেন তিনি। তবে তার গলায় কেনো হঠাৎ এরকম সুর? তিনি বলেছেন যে, ভাইরাল হওয়া আজকাল একরকমের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। গানের ক্ষেত্রে আজকাল মানুষ তা প্রয়োগ করছে। তবে তার তৈরি গানে কখনোই ভাইরাল হওয়ার কোন প্রবণতা দেখা যায় না। তিনি কোনোভাবেই কাঁচা বাদামের মত গান তৈরি করতে পারবেন না, করতে চান না। যতই সবাই ট্রেন্ডিং এ গা ভাসান, কিন্তু অঙ্কিত তিওয়ারি সেই কাজ কখনই করবেন না।

Advertisements

গায়ক অঙ্কিত তিওয়ারি (Ankit Tiwari) আরো বলেন যে, বেশিরভাগ সময়ই মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজের প্রতিভাকে ভুলে যান। কিন্তু অঙ্কিত বলেছেন যে, এমন কিছু করার প্রবণতা তার মধ্যে কখনোই ছিল না। তিনি সব সময় বিশ্বাস করেন যে, গানের ক্ষেত্রে নিজের প্রতিভা এবং অন্যদের কাছ থেকে যেটুকু তিনি শিখেছেন সেটাই বজায় রাখবেন। ভাইরাল হওয়ার জন্য এমন কোন কাজ তিনি কখনোই করবেন না। বাজারে যা ট্রেন্ডিং, সেটা অনুকরণ করতে গিয়ে নিজেদের মৌলিকত্বকে হারিয়ে ফেলে অনেকে।

Advertisements

গায়ক অঙ্কিত তিওয়ারি (Ankit Tiwari) যে গান নিয়ে এত কথা বলেছেন সেই “কাঁচা বাদাম” গানটি সৃষ্টি করেছিলেন বীরভূম জেলার ভুবন বাদ্যকর। আসলে তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। নিজের পেশার তাগিদেই বাদাম বিক্রি করতে গিয়ে এই গান বেঁধে ফেলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন কিভাবে এই গান তিনি তৈরি করলেন।

ভুবন বাদ্যকর বলেছিলেন, তিনি দশ বছর হলো বাদাম বিক্রি করেন, এর আগে তিনি সাইকেলের ব্যবসা করতেন। এক ভাঙা গাড়ি নিয়ে তিনি বাদাম বিক্রি করেন। আগে কেউ বাদাম না কিনলেও এখন গান শুনে সবাই বাদাম কিনতে আসেন। তিনি এমনকি ভাঙা মোবাইল ও সিটি গোল্ডের চেনের বদলে বাদাম বিক্রি করেছেন। তার ভাইরাল হওয়া গান তাকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছে। এই গানের জন্যই আজ তিনি এত ভাইরাল। শুধু দেশে নয়, দেশের বাইরেও তিনি বিখ্যাত।

Advertisements