Bagrakote Loop Pool: ভ্রমণ করতে যারা খুব ভালবাসেন অর্থাৎ যারা ছুটি পেলেই এদিক ওদিক চলে যান, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার খোঁজ করে বেড়ান। ভ্রমন প্রিয় মানুষদের জন্য আবার উত্তরবঙ্গ ঘুরে বেড়ানোর জন্য একটি আদর্শ স্থান। উত্তরবঙ্গ, ডুয়ার্স, কালিম্পং বেশ কয়েকবার ঢুঁ মেরে এলেও তাদের মনের স্বাদ মেটে না। সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় একটি রাস্তার ছবি বেশ কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে এবং তারপর ভ্রমণ প্রেমীদের নামের মধ্যেও এই রাস্তা নিয়ে সৃষ্টি হয়েছে উৎসাহ।
উৎসাহ হওয়াটাই স্বাভাবিক! রাস্তার যে ছবি ভাইরাল হয়েছে সেটা মিডিয়ায় তার রীতিমতো কৌতুহলী মানুষের নজর আকর্ষণ করেছে। ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের গা দিয়ে একাধিক পিলার বসিয়ে এই রাস্তা বানানো হয়েছে, পাহাড়ের বুক চিড়ে এই রাস্তা তাই এঁকে দেখে চলে যাচ্ছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে এই রাস্তাকে উত্তরবঙ্গের? নাকি অন্য কোনও স্থানের? আসলে এটি শিলিগুড়ি থেকে ওলদাবাড়ির উপর দিয়ে, বাগড়াকোট হয়ে সিকিম যাওয়ার একটি বিকল্প রাস্তা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাস্তাটি বাগড়াকোটে তৈরি হওয়া লুপ পুলের (Bagrakote Loop Pool)।
ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন পাহাড়ের গা জুড়ে একাধিক পিলার বসিয়ে তৈরি করেছে এই লুপ পুল (Bagrakote Loop Pool)। এই রাস্তার কারণে উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া হয়ে গেছে খুবই সহজ। অত্যাধুনিক এই রাস্তা তৈরি প্রায় শেষের পথে। আর কয়েক দিনের অপেক্ষা, তারপর এই রাস্তা ব্যবহার শুরু হবে। পশ্চিমবঙ্গের কালিম্পং এবং বাগড়াকোটের মধ্যে এই অত্যাধুনিক রাস্তা নির্মাণ করেছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
আরও পড়ুন:Biswa Bangla Gate: রাজ্য সরকারের নতুন উদ্যোগ, নিউটাউন এর ‘বিশ্ববাংলা গেট’ এবার দুর্গাপুরেও
উত্তরবঙ্গ যারা একাধিকবার গিয়েছেন তারা জানেন শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাওয়ার ক্ষেত্রে ১০ নম্বর জাতীয় সড়ক মাঝে মাঝেই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বেশ কয়েক বছর ধরে সিকিমের অত্যাধিক বৃষ্টি ও তিস্তার বন্যার কারণে শিলিগুড়ি সিকিম সংযোগকারী এই দশ নাম্বার জাতীয় সড়ক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো বন্যার জন্য কখনো বা ধসের জন্য বন্ধ হয়ে গেছে এই রাস্তা। যে কারণে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া সম্ভব হয়নি। সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক সহ কয়েক লক্ষ মানুষ।
উত্তরবঙ্গ (North Bengal) অর্থাৎ শিলিগুড়ি থেকে যারা সিকিম যাওয়ার চেষ্টা করেছেন সরাসরি তারা এই সকল সমস্যার কারণে যেতে না পেরে মাঝপথে গাড়ি ঘুরিয়ে অন্য পথে গরুবাথান পেরিয়ে কালিম্পং হয়ে রওনা দিয়েছেন সিকিমের দিকে। যে কারণে শিলিগুড়ি থেকে গ্যাংটকের চার ঘন্টা দূরত্ব বেড়ে গিয়ে হয়েছে ১০ থেকে ১২ ঘন্টা। এই সমস্যার সমাধান করবার কারণেই এই নতুন রাস্তার পরিকল্পনা করা হয়েছিল আজ থেকে ৬ বছর আগে। হ্যাঁ এই নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে, অবশেষে এই রাস্তা তৈরি একদম শেষের পথে। তবে তার আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই লুপ পুলটি (Bagrakote Loop Pool)।