নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নতুন নতুন সমীকরণের আভাস মিলছে রাজনৈতিক মহলে। ঠিক তেমনই বুধবার শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্যের বাড়িতে হঠাৎ হাজির বাইচুং ভুটিয়া। আর এই খবর প্রকাশ্যে আসতেই নতুন সমীকরণের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও জানা গিয়েছে, শিলিগুড়ি ফুটবল অ্যাকাডেমিতে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বাইচুং ভুটিয়া।
সিপিআইএমের বর্ষিয়ান নেতা অশোক ভট্টাচার্যের শিলিগুড়ির বাড়িতে বুধবার ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার পৌঁছানোর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে অবগত করেন অশোক ভট্টাচার্য নিজেই। অশোক বাবু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আজ বাইচুং ভুটিয়া এসেছিলো শিলিগুড়িতে আমাদের বাড়িতে। সিকিম আর বাংলার ফুটবল ও রাজনীতি নিয়ে অনেক কথা হলো। আমার যে কোনো প্রয়োজনে আমার পাশে থাকার কথা বললো। শিলিগুড়ি ফুটবল একাডেমি কে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বাইচুং।”
ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়ার অশোক ভট্টাচার্যের বাড়িতে যাওয়া নিয়ে জল্পনা সূত্রপাত এই কারণেই যে, বাইচুং ভুটিয়ার সাথে ফুটবল ছাড়াও জড়িয়ে রয়েছে রাজনীতি। তিনি প্রথম ২০১৪ সালে রাজনীতির আঙ্গিনায় পা রাখেন। তৃণমূলের টিকিটে দার্জিলিং কেন্দ্রে দাঁড়ালেও বিপুল ভোটে হারতে হয় বিজেপির এসএস আলুওয়ালিয়ার কাছে।
পরে আবার ২০১৬ সালে তৃণমূলের টিকিটে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে নামেন। আর এবার তাকে হারতে হয় শিলিগুড়ি কেন্দ্রের বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের কাছে। তৃণমূল পাহাড়ি ভোট নিজেদের পকেট পুরতে এই পাহাড়ী বিছেকে প্রার্থী করলেও পরপর দুবার হারার ফলে তৃণমূলের সাথে বাইচুং ভুটিয়ার সম্পর্ক তলানীতে থেকে। তারপর ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি তৃণমূল ছাড়েন বাইচুং ভুটিয়া।
এরপর বুধবার অশোক ভট্টাচার্যের বাড়িতে বাইচুং ভুটিয়ার পৌঁছানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ অশোক ভট্টাচার্য নিজেই জানিয়েছেন, বাইচুং ভুটিয়ার সাথে ফুটবল ছাড়াও রাজনীতি নিয়ে কথা হয়েছে। তবে রাজনীতি নিয়ে কি কথা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি।