পার্থ অর্পিতাকে নিয়ে মিম, রাগে ফুঁসছেন বৈশাখী, কি বললেন জানেন

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কাণ্ডে দিন কয়েক সবকিছু চুপচাপ থাকার পর শুক্রবার হঠাৎ তা মাথা ছাড়া দিয়ে ওঠে। এই দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হঠাৎ হানা দিতে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায়। অন্ততপক্ষে ১৩ জায়গায় শুক্রবার সাত সকাল থেকে হানা দিয়ে তোলপাড় শুরু করে দেয়।

ইডি যে সকল জায়গায় হানা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। দফায় দফায় জিজ্ঞাসা বাদের পর সন্ধ্যার সময় ইডির তরফ থেকে জানানো হয়, একটি ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তোলপাড় শুরু হয়। বিরোধীদের তরফ থেকে দাবি তোলা হয়, এই টাকা টাকা নয় এগুলি সব বেকার যুবক-যুবতীদের চোখের জল।

এই টাকা উদ্ধার হয় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে। এই টাকা উদ্ধারের পাশাপাশি এখনো তল্লাশি চলছে এবং উদ্ধার হয়েছে বিদেশী মুদ্রা, সোনা, স্মার্টফোন ইত্যাদি। কোন দিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে এইভাবে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর সোশ্যাল মিডিয়া ভরে যায় মিমের বন্যায়। এমনকি এরই মাঝে উঠে আসছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও।

এসব নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় দেদার হাসির মশকরা চলছে সেই সময় রাগে ফুঁসছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই সকল মিম বৈশাখী বন্দ্যোপাধ্যায় নজরে রাখছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাবেন।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, “ইতিমধ্যেই এই সকল বিষয়গুলি আমার নজরে এসেছে। এর বিরুদ্ধে আমি সাইবার সেলে অভিযোগ জানাবো। অপপ্রচার করে কুলুষিত করা হচ্ছে। উই আর নট পার্টনারস ইন ক্রাইম। আমার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। যাঁরা অপপ্রচার করছেন, তাঁরা সারদা কর্তার সঙ্গে দেবযানির কথা টানুন।”