Bajaj Freedom 125: বাজার কাঁপাতে কোমর বেঁধে নেমেছে বাজাজ অটো, লঞ্চ করল নতুন সিএনজি বাইক বাজাজ ফ্রীডম ১২৫

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bajaj Freedom 125: নতুন সিএনজি বাইক লঞ্চ করল বাজাজ অটো, বাজারে এলো বাজাজ ফ্রীডম ১২৫। পেট্রোল ডিজেলের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে এত দাম দিয়ে পেট্রোল ডিজেল কিনে ব্যবহার করা প্রায় অসম্ভব। তাই গাড়ি ব্যবহার করার চিন্তা ভাবনা থেকেই দূরে সরে রয়েছেন অনেকেই। এই পরিস্থিতি সামাল দিতে জনপ্রিয় হয়ে উঠছে সিএনজি চালিত এবং ইলেকট্রিক গাড়িগুলি। এখনো পর্যন্ত একাধিক সিএনজি চালিত গাড়ি বাজারে লঞ্চ করা হয়েছে। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। বাজারে এলো বাজাজ ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125) নামক নতুন সিএনজি চালিত বাইক।

Advertisements

গাড়ি প্রস্তুতকারক একাধিক সংস্থা সিএনজি চালিত গাড়ি নিয়ে এসেছে বাজারে। এবার সেইখানে যুক্ত হল বাজাজের নাম। বাজাজ অটোর পক্ষ থেকে লঞ্চ করা হলো তাদের প্রথম সিএনজি বাইক। যার নাম রাখা হয়েছে বাজাজ ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125)। সাধারণের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। সিএনজি চালিত গাড়ি মানেই তা পুরনো কোন মডেলের হবে। গঠনগত দিক থেকে তেমন একটা আকর্ষণীয় হবে না গাড়িগুলি। কিন্তু সেই ধারণা এক্কেবারে ভুল প্রমাণিত হয়েছে নতুন এই গাড়িটি লঞ্চ হবার পর। বাজাজের পক্ষ থেকে লঞ্চ করা নতুন সিএনজি চালিত গাড়িটি একেবারে আধুনিক ডিজাইনের।

Advertisements

কিছুদিন আগেই বাজারে নিয়ে আসা হয়েছে নতুন মোটরসাইকেলটি। এই মোটরসাইকেলটি লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বর্তমান কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। অনুষ্ঠানে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি এই বাইকটিকে। তার মতে গাড়ির বাজারে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হচ্ছে বাজাজ ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125)। গঠনগত দিক থেকে গাড়িটা যতটা আকর্ষণীয়, ঠিক ততটাই আকর্ষণীয় তার দাম। এক্কেবারে সস্তায় পাওয়া যাবে এই গাড়ি। লঞ্চের দিন গাড়ির বিক্রয় মূল্য ঘোষণা করা হয়েছে মাত্র ৯৫ হাজার টাকা। অর্থাৎ ১ লাখেরও কম টাকায় মোটরবাইক কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। বাইক প্রেমিকদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুন সুখবর।

Advertisements

আরো পড়ুন: মেয়েদের জন্য এর থেকে সস্তা স্কুটি আর হয়না, দাম শুনলে অবাক হবেন

গঠনগত দিক থেকে গাড়িটিকে দেখতে একেবারে নিও রেট্রোর মতন। আচমকা গাড়িটিকে দেখলে কেউ সিএনজি গাড়ি বলে চিনতে পারবেন না। সাধারণ পেট্রোল চালিত গাড়ি হিসেবে ভুল হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। এই গাড়িটিতে রয়েছে একটি দু লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং দু কেজির সিএনজি ট্যাঙ্ক। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল গাড়িটিতে কিন্তু আলাদাভাবে কোন সিএনজি ট্যাংক বসানো হয়নি। গাড়িটি তৈরি হওয়ার সময় রিসার্চ এবং ডেভলপমেন্ট সেন্টার থেকেই সিএনজি এবং পেট্রোল দুটি ট্যাংকের ব্যবস্থা যুক্ত করেই তৈরি করা হয়েছে। ফুল ট্যাঙ্ক পেট্রোল ও সিএনজি সহ ৩৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এই গাড়ি।

এই সেগমেন্টের যতগুলো গাড়ি বাজাজ লঞ্চ করেছে তার মধ্যে সবথেকে লম্বা সিট রাখা হয়েছে বাজাজ ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125) এ। অর্থাৎ গাড়িটি যাত্রীর জন্য বেশ আরামদায়ক হতে চলেছে। নিরাপত্তা ব্যবস্থার দিক থেকেও বেশ ভরসাযোগ্য এই নতুন বাইকটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১১ টি ইন্ডাস্ট্রি টেস্ট করা হয়েছে এই বাইকের উপর। প্রত্যেকটিতে সাফল্য অর্জন করতে পেরেছে এই গাড়ি। এমনকি ট্রাকের তলায় ফেলেও দেখা হয়েছে গাড়িটিকে, তাতেও কোন ক্ষতি হয়নি। অতএব নিশ্চিন্তে, নির্ভয়ে গাড়িটিকে কিনতে পারেন গ্রাহকরা। এই গাড়ি ব্যবহারে বিপদের আশঙ্কা খুবই কম।

Advertisements