এক চার্জে ৯০ কিমি, বাজারে এলো Bajaj Chetak -এর ইলেকট্রিক স্কুটার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Bajaj গত বছর জানুয়ারি মাসে প্রথম বাজারে নিয়ে আসে তাদের ইলেকট্রিক স্কুটার (E-Scooter)। এই ইলেকট্রিক স্কুটারের নামকরণ করা হয় একদা ভারতের বাজারে বিপুল জনপ্রিয়তার থাকা Bajaj Chetak-এর নামানুসারেই।

Advertisements

Advertisements

তবে লঞ্চের পরেই এই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) এতটাই চাহিদা বাড়ে যে বুকিংয়ের ক্ষেত্রে ঝড় উঠেছে তাদের ওয়েবসাইটে। সংস্থাকে এই ইলেকট্রিক স্কুটারের চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খেতে হয় শেষ পর্যন্ত দুদিনের মধ্যেই বুকিং নেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয় Bajaj। এর পর পুনরায় তাদের এই ইলেকট্রিক স্কুটারের বুকিং নেওয়া শুরু করেছে।

Advertisements

Bajaj Chetak-এর এই ইলেকট্রিক স্কুটারের দুটি চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক, ২২০ ভোল্টের এসি থ্রি পিন সকেটের সাহায্যে এর ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি (এটি ০ থেকে ১০০% চার্জ হতে সময় নেয় ৫ ঘন্টা), ফাস্ট চার্জিংয়ের কোন ব্যবস্থা নেই, এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জ করলে ইকো মোডে যেতে পারে ৯০ কিলোমিটার এবং নর্মাল মোডে যেতে পারবে ৮০ কিলোমিটার।

এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারের বডি তৈরি হয়েছে সম্পূর্ণ মেটাল দিয়ে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে এলইডি লাইটিং, সিকুয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর, ব্লুটুথ এনাবেল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আরও অত্যাধুনিক প্রযুক্তি।

Bajaj Chetak-এর এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩.৮ কিলোওয়াট পিএমএস মোটর, যা থেকে ৫ বিএইচপি শক্তি এবং ১৬.২ এনএম টর্ক পাওয়া যায়। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটার এবং ব্যাটারির উপর তিন বছর অথবা ৫০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়াও অক্সিলিয়ারি ব্যাটারিতে ১৮ মাস এবং টায়ারে ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে।

Bajaj Chetak-এর দু ধরনের ইলেকট্রিক স্কুটার আপাতত বাজারে লঞ্চ হয়েছে। আরবান ভ্যারিয়েন্টটির দাম ১.৪২ লক্ষ টাকা এবং প্রিমিয়াম ভ্যারিয়েন্টটির দাম ১.৪৪ লক্ষ টাকা।

Advertisements