Bajaj CNG Bike: ১০৪ টাকার পেট্রোলের দিন শেষ! এবার এই দিন বাজাজ আনছে CNG বাইক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bajaj Company Managing Director Rajeev Bajaj announced to launch of the first CNG Bike in the country: বাজাজ কোম্পানি নিয়ে আসতে চলেছে ভারতের প্রথম সিএনজি বাইক। সম্প্রতি বাজাজের পালসার এনএস ৪০০ জেড গাড়িটির শুভ উদ্বোধন করা হয়। গাড়িটির উদ্বোধনে উপস্থিত ছিলেন বাজাজ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। এই অনুষ্ঠানে তিনি নতুন সিএনজি বাইক লঞ্চ হবার ঘোষণা করেন। ১৮ই জুন ২০২৪ এ লঞ্চ হতে চলেছে ভারতের প্রথম সিএনজি বাইক (Bajaj CNG Bike)। গাড়িটি বাজারে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য মানুষের জ্বালানির খরচ কমানো।

Advertisements

বাজারে পেট্রোলের দাম দিন দিন বেড়েই চলেছে। তুলনামূলক সিএনজির দাম অনেকটাই কম। বর্তমানে পেট্রোলের বাজার দর ১০০ টাকারও বেশি। সেখানে সিএনজির বাজার দর প্রতি কেজি ৭৬ টাকা। কিছু জায়গায় সিএনজির দাম আরো কম। তাই পেট্রোলের খরচ বাঁচাতে এবার বাজারে আসতে চলেছে সিএনজি বাইক। আগামী মাসের মধ্যেই বাইকগুলি শোরুমে বিক্রির জন্য চলে আসবে বলে আশ্বাস দিয়েছেন বাজাজ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। গাড়ি গুলিতে ফুয়েল ট্যাংকের বদলে, লাগানো হবে সিলিন্ডার। তার সাহায্যেই চলবে গাড়িটি। তবে সিএনজি মোড থেকে পেট্রোল মোডে কনভার্ট করে গাড়ি চালানো যাবে কিনা সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

Advertisements

বাজারে সিএনজির দাম কম। তাই পেট্রোল চালিত গাড়ির তুলনায় সিএনজি চালিত গাড়ির দাম স্বাভাবিকভাবেই অনেকটা কম হবে। তাছাড়া প্রতিমাসে পেট্রোল খরচের হাত থেকেও বাঁচবে সাধারণ মানুষ। সারা মাসে পেট্রোল কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার প্রায় অর্ধেক দামে সিএনজি চালিত গাড়ি ব্যবহার করা যাবে। ইঞ্জিন স্পেসিফিকেশন এর উপর গাড়িগুলির মাইলেজ নির্ধারণ করা হবে। মাইলেজ যদি ভালো হয় তাহলে সাধারণ মানুষের কাছে এই গাড়ির চাহিদা অনেক বেড়ে যাবে। বহু মানুষ প্রতিনিয়ত দু চাকার গাড়িতে চড়ে অনেক দূরের পথ অতিক্রম করেন। সেক্ষেত্রে পেট্রোলের খরচ অনেকটাই বেশি পড়ে যায়। সেইসব যাত্রীদের জন্য কম খরচে ভালো মাইলেজ যুক্ত সিএনজি গাড়ি খুবই উপকারী হবে। ১৮ই জুন গাড়িটির উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িটির দাম, কিভাবে কেনা যাবে? কি কি সুবিধা পাওয়া যাবে? সবকিছু বিস্তারিতভাবে জানাবে কর্তৃপক্ষ।

Advertisements

আরও পড়ুন ? 5 Cheapest CNG Car: খরচ বাঁচবে, ঝামেলাও কম! MG কমেটের থেকেও সস্তা এই ৫ CNG গাড়ি

ভারতে এর আগে চার চাকার গাড়িতে সিএনজির ব্যবহার হতে দেখা গেছে। কিন্তু বাইকে এই প্রথম। পেট্রোল চালিত গাড়ি বা ইলেকট্রনিক বাইকের পর এইবার বাজার কাঁপাতে চলেছে সিএনজি বাইক (Bajaj CNG Bike)। তথ্যসূত্রে জানা গেছে, একটি সিঙ্গেল পিস লম্বা সিট থাকবে এই বাইকে। একটি হ্যালোজেন ইন্ডিকেটর এবং টেলিস্কোপিক ফ্রক সাসপেনশনের সুবিধাও পাওয়া যাবে সিএনজি গাড়িটিতে। এছাড়া থাকছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সুবিধা। গাড়িটি যেহেতু এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ হতে চলেছে তাই আশা করা যায় গাড়িটির দাম ১ লাখ টাকার কম রাখা হবে।

সম্প্রতি বাজাজ কোম্পানির তরফ থেকে ৪০০ সিসির পালসার বাইক লাঞ্চ করেছেন কম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। নজর কাড়া লুক, আকর্ষণীয় ফিচারস এবং উন্নত মানের ইঞ্জিন ও স্পেকস সহযোগে বাজারে আনা হয়েছে ৪০০ সিসির পালসার গাড়িটি। খুব শীঘ্রই এগুলিও শোরুমে পাওয়া যাবে। আর কিছুদিনের মধ্যেই শোরুমের উদ্দেশ্যে ডেলিভারি শুরু করে দেবে কোম্পানি তার মাঝে আরও একটি গাড়ি লঞ্চ করতে চলেছে বাজাজ। এবার আর পেট্রোল চালিত নয়, লঞ্চ করা হবে ভারতের প্রথম সিএনজি বাইক (Bajaj CNG Bike)।

Advertisements