Bakreshwar Dam: পিকনিক করাটা যেন বাঙালির জাতীয় অধিকার। সরকারি হোক বেসরকারি চাকুরে বা ব্যবসায়ী, অফিস ছুটি করে হোক বা দোকানের জাপ নামিয়ে পিকনিকে মেতে ওঠা চাই-ই চাই। তার জন্য দুটো সিম কাটা গেলেও কিচ্ছু যায় আসেনা। অফিস কলিগ থেকে শুরু করে লোকাল ট্রেনের সহযাত্রীরা একট বেঁধে শীত পড়তেই পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে বিভিন্ন স্থানে মেতে ওঠেন চড়ুইভাতী পাপ পিকনিকে।
কিছু যাবত পূর্বেও কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে পিকনিকের স্থান বলতে হাতে কোনা কয়েকটি স্থান থাকলেও বর্তমানে মানুষ তার বিকল্প বেশ কিছু পরিবেশ খুঁজে নিয়েছে। যার মধ্যে অন্যতম হলো বীরভূম জেলার বক্রেশ্বর ড্যাম (Bakreshwar Dam)। বীরভূমে যে সকল পিকনিক স্পট রয়েছে সেই সকল পিকনিক স্পটের মধ্যে অন্যতম জনপ্রিয় পিকনিক স্পটটির নাম হল বক্রেশ্বর ড্যাম বা নীল নির্জন জলাধার। এই জলাধারে এখন থেকেই পিকনিক করতে সাধারণ মানুষেরা আসতে শুরু করলেও ডিসেম্বর মাসের ২৫ তারিখ থেকে জায়গা পাওয়া যায় না বললেই চলে। বিভিন্ন জায়গা থেকে পিকনিক করার জন্য নীল নির্জন জলাধারে পর্যটকরা মোটামুটি ভাবে জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত এসে থাকেন।
প্রতিবছরই এই জলাধারের (Bakreshwar Dam) জনপ্রিয়তা বেড়ে চলেছে। তবে জলাধারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাতে এখানে আগত পরিযায়ী পাখি এবং প্রকৃতির কোনো রকম অসুবিধা সমস্যা না হয় তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিয়ম জারি করা হয়েছে। যে কারণে জনপ্রিয় এই জলাধারে পিকনিক করতে এলেও পর্যটকদের মেনে চলতে হবে প্রশাসন নির্দেশিত বেশ কিছু নির্দেশিকা।
আরও পড়ুন:Buxa Hotels and Resorts: কী হবে পর্যটন শিল্পের, বক্সায় বন্ধ হবেই হোটেল ও রিসর্ট
পরিযায়ী পাখি থেকে শুরু করে প্রকৃতিকে যাতে কোনরকম ক্ষতিগ্রস্থ না করা হয় তার জন্য এখানে সম্পূর্ণভাবে ডিজে বক্স বাজানো থেকে শুরু করে অন্য যেকোনো ধরনের উচ্চ স্বরের বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। নীল নির্জন নামের সঙ্গেই যেন এলাকায় নির্জনতা বজায় থাকে সেই বিষয়টির দিকে প্রশাসন সব সময় সজাগ দৃষ্টি রাখছে। এছাড়াও দূর-দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিদের যাতে অসুবিধা না হয় তার জন্য জলাধারে ((Bakreshwar Dam)) নৌকো বিহার বন্ধ করে দেওয়া হয়েছে।
বীরভূম জেলা পুলিশের সদাইপুর থানা, নীল নির্জন জলাধারে আগত পর্যটকদের উপর সবসময় কড়া নজরদারি চালাচ্ছে। এছাড়াও এই সকল নিষেধাজ্ঞা যাতে পর্যটকরা মেনে চলেন সেই জন্য জলাধারের আনাচে-কানাচে লাগানো হয়েছে সচেতনতামূলক পোস্টার। এত সংখ্যক এই পোস্টটা লাগানো হয়েছে যে আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই এই পোস্টার দেখতে পাবেন।