বিশাল আকৃতির তীব্র বিষধর সাপ উদ্ধার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের মহঃবাজার থানার অন্তর্গত মালাডাঙ্গ গ্রামের উজ্জ্বল ব্যানার্জি নামে এক গৃহস্থের গোয়াল ঘর থেকে সোমবার একটি তীব্র বিষধর সাপ শাঁখামুটি বা রাজসাপ উদ্ধার করেন অজয়পুর হাইস্কুলের শিক্ষক তথা জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস। সাপটিকে উদ্ধার করার পর এদিন বিকাল বেলায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়।

সাপটিকে উদ্ধার করার পর দীনবন্ধু বিশ্বাস জানান, “আজ সকালে আমাকে ফোন করে জানানো হয় দিন দুয়েক ধরে এই গোয়াল ঘরে একটি সাপ দেখা যাচ্ছিল। আমি সেই ফোন পেয়ে এখানে এসে এই তীব্র বিষধর সাপটিকে উদ্ধার করি। তবে এই সাপটি তীব্র বিষধর হলেও কামড়ায় না। সাতটি কম করে ৫ ফুট লম্বা হবে।”

শাঁখামুটি বা রাজসাপের বিশেষত্ব

শাঁখামুটি বা রাজসাপের বিজ্ঞানসম্মত নাম হল Bungarus fasciatus। এই সাপ তীব্র বিষধর হলেও খুবই শান্ত। যে কারণে এই সাপ সচরাচর কাউকে কামড়ায় না। আবার অন্যদিক থেকে বিচার করলে এই সাপ সমাজের খুব উপকারী। কারণ এই সাপের প্রধান খাদ্যই হলো সাপ। এরা কালাচের মত তীব্র বিষধর প্রজাতির সাপ খেয়ে পরিবেশে কালাচের সংখ্যা নিয়ন্ত্রণ করে।