নিজস্ব প্রতিবেদন : গ্রাহকদের কষ্টের আমানতে যাতে এক বিন্দু আঘাত না আসে তার জন্য সদা সতর্ক থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের প্রত্যেক ব্যাংকের পাশাপাশি অন্যান্য যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সবার উপর নজরদারি চালানো হয়। আর এই নজরদারি চালাতে গিয়েই কখনো কখনো কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, আবার কোন প্রতিষ্ঠানকে অন্য কোন শাস্তি বা আর্থিক জরিমানা (RBI Penalty) করে থাকে।
ইদানিংকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ধরনের যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো পেটিএম-এর উপর ব্যবস্থা গ্রহণ। নিয়ম না মানার জন্য পেটিএম-এর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। যে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ১৫ মার্চ। অন্যদিকে এবার আর্থিক জরিমানার মুখোমুখি হল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জনপ্রিয় এই দুটি ব্যাংকের ওপর এমন শাস্তির খাঁড়া চাপিয়েছে গত বুধবার। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম না মানার জন্য এই দুটি ব্যাংকের উপর কোটি কোটি টাকার জরিমানা আরোপ করা হয়েছে। যদিও এই বিপুল অংকের টাকা জরিমানার ফলে তা গ্রাহকদের উপর প্রভাব না ফেললেও ব্যাঙ্কগুলির শেয়ারের উপর প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই অনেকটাই শেয়ার পড়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ১ কোটি ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই বিপুল অংকের টাকার জরিমানার কারণে এই ব্যাংকের শেয়ারে যথেষ্ট প্রভাব পড়েছে। অন্যদিকে বন্ধন ব্যাংকের জরিমানার পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। বন্ধন ব্যাংক জরিমানার মুখোমুখি হলেও তাদের শেয়ারে খারাপ প্রভাব পড়েনি। বরং বন্ধন ব্যাংকের ক্ষেত্রে উল্টো ঘটনা লক্ষ্য করা গিয়েছে। তাদের শেয়ার পড়ে যাওয়ার পরিবর্তে তা অনেকটাই বেড়ে গিয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাংককে এই আর্থিক জরিমানা দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই দুই ব্যাংকের ওপর যে আর্থিক জরিমানা করা হয়েছে তার কোন প্রভাব গ্রাহকদের উপর পড়বে না বলেই জানা গিয়েছে।