বাংলাএক্সপি ডেস্ক: বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) দিন দিন তাদের ব্যবসা বাড়িয়ে চলেছে। দিন দিন তারা তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন স্কিম চালু করা থেকে শুরু করে নতুন নতুন সুবিধা প্রদানের মধ্য দিয়েই এই ব্যাঙ্ক তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে চলেছে। এবার এই ব্যাঙ্কের তরফ থেকে একটি স্কিম আনা হলো, যে ফিক্সড ডিপোজিট (Bandhan Bank Fixed Deposit) স্কিমে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে।
বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদের হার দেওয়ার ঘোষণা করার পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও দুর্দান্ত অফারের ঘোষণা করা হয়েছে। যাদের ব্যালেন্স ১০ লক্ষ টাকার বেশি থাকবে তারা সেভিংস অ্যাকাউন্ট থেকে সাত শতাংশ সুদ পাবেন। অর্থাৎ ফিক্সড ডিপোজিটের পাশাপাশি সেদিন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ব্যাঙ্ক।
বন্ধন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার
৭ থেকে ১৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা পাবেন ৩ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৭৫% সুদ। একই সুদের হার রাখা হয়েছে ১৫ থেকে ৩০ দিনের ক্ষেত্রেও।
৩১ দিন থেকে দু মাসের কম সময়ের জন্য সুদের হার রাখা হয়েছে, সাধারণ নাগরিকদের জন্য ৩.৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.২৫ শতাংশ।
দুমাস থেকে তিন মাসের কম সময়ের জন্য জমা রাখা টাকার ক্ষেত্রে সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৫.২৫ শতাংশ। তিন মাস থেকে ছয় মাসের কম সময়ের জন্য একই সুদের হার রাখা হয়েছে। ৬ মাস থেকে এক বছরের কম সময়ের জন্য সুদের হার একই রাখা হয়েছে।
এক বছর থেকে এক বছর নয় মাস কম সময়ের জন্য সাধারণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে ৭.৭৫ শতাংশ।
আরও পড়ুন : India: চীনের ঘাড়ে ফেলবে নিঃশ্বাস, কবে ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হবে, এলো বড় আপডেট
এক বছর নয় মাসের জন্য যারা টাকা জমা রাখবেন তাদের সাধারণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন ৮% এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৮.৫০%।
এক বছর নয় মাস একদিন থেকে দু’বছরের কম সময়ের জন্য সুদের হার দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ। একই সুদের হার দেওয়া হচ্ছে দু’বছর থেকে তিন বছরের কম সময়, তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের জন্য।
পাঁচ বছর থেকে ১০ বছরের জন্য জমা রাখা টাকার ক্ষেত্রে সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৫.৮৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৬.৬০ শতাংশ।