নিজস্ব প্রতিবেদন : দেশের অধিকাংশ বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থের উপর বেশি সুদ যাতে পান তার দিকেই নজর রাখেন। বেশি সুদের জন্য বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে তুলনা করে বিনিয়োগ করে থাকেন। এছাড়াও যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের মধ্যে কোথায় সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় তার দিকে নজর রেখেও সঞ্চয় বা বিনিয়োগ করে থাকেন।
বিনিয়োগকারীদের খুব সহজ সরল পদ্ধতিতে বেশি সুদ দেওয়ার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) অত্যন্ত জনপ্রিয়। যে কারণে বিনিয়োগকারীদের বড় অংশ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে এর থেকেও সহজ সঞ্চয়ের জায়গা হল সেভিংস অ্যাকাউন্ট। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ কম থাকার কারণেই অধিকাংশ বিনিয়োগকারী ফিক্সড ডিপোজিট অথবা অন্য কোন প্রকল্প বেছে নেন।
কিন্তু এবার দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক হিসাবে পরিচিত বন্ধন ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টেই যা সুদ (Bandhan Bank Savings Account) দিচ্ছে তাতে বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিট বা এই ধরনের অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে সেগুলি ভুলে যাবেন। কেননা এই ব্যাংকের তরফ থেকে সেভিংস অ্যাকাউন্টেই সঞ্চয়ের উপর ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। তবে এই বিপুল পরিমাণ সুদ দেওয়ার ক্ষেত্রে সামান্য কিছু শর্ত রাখা হয়েছে ব্যাংকের তরফ থেকে।
মূলত বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে বিভিন্ন অংকের সঞ্চয়ের উপর ভাগ করে সুদের হার আলাদা আলাদা করা হয়েছে। এক্ষেত্রে যাদের প্রতিদিন এক লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স মেনটেন হবে তারা ৩ শতাংশ সুদ পাবেন। যাদের প্রতিদিন ব্যালেন্স ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যে থাকবে তারা ৬ শতাংশ সুদ পাবেন। যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত থাকবে তারা ৭% সুদ পাবেন।
যে সকল গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত থাকবে তারা সুদ হিসাবে পাবেন ৬.২৫ শতাংশ। ১০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত থাকলেই পাওয়া যাবে ৬.৫০ শতাংশ সুদ। ৫০ কোটি থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত যাদের সঞ্চয় থাকবে তারা ৮% সুদ পাবেন। যাদের প্রতিদিন ব্যালেন্স ২৫০ কোটি টাকা বা তার বেশি থাকবে তারা ৮.০৫ শতাংশ সুদ পাবেন। টাকার অংক দেখে অনেকের মধ্যেই বিষয়টি হাসির লাগতে পারে। কিন্তু সাধারণ মানুষেরাও বন্ধন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেই ৬% সুদ পেতে পারেন। কেননা ৬ শতাংশ সুদ পাওয়ার জন্য অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার বেশি থাকলেই হবে।