Bandhan Bank: গ্রাহকদের জন্য সুখবর, নতুন সুবিধা নিয়ে হাজির বন্ধন ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দিন দিন বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) রীতিমত জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে। এই ব্যাঙ্কটি এখন দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন ব্রাঞ্চ খোলার পাশাপাশি প্রতিদিনই গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে চলেছে। এর পাশাপাশি গ্রাহকদের নতুন নতুন সুবিধা দেওয়া শুরু করার পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজেই গ্রাহকরা পাচ্ছেন। এসবের মধ্যেই এবার এই ব্যাঙ্ক নতুন একটি সুবিধা নিয়ে হাজির গ্রাহকদের জন্য।

Advertisements

বর্তমানে দেশের নাগরিকরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক হিসাবে যেটিকে বিবেচনা করে থাকে তা হল কিউআর কোড। কেননা কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই আর্থিক লেনদেন করা যায়। গ্রাহকরা যে কারণেই এখন আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই পথকে বেছে নিচ্ছেন। আর এই কথা মাথায় রেখেই বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নতুন সুবিধা দেওয়া শুরু করলো।

Advertisements

বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে এবার তাদের গ্রাহকদের জন্য ভারত কিউআর কোড দিয়ে পেমেন্ট ব্যবস্থা চালু করা হল। এর ফলে কারেন্ট অ্যাকাউন্ট হোক অথবা সেভিংস অ্যাকাউন্ট, যেকোনো ধরনের গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। যেকোনো মার্চেন্ট আউটলেটে এই সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের কাছে চলে আসবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন।

Advertisements

আরও পড়ুন : Bandhan Bank Savings Account: বন্ধন‌ ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই পেয়ে যাবেন ৭ শতাংশ সুদ

বন্ধন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য ভারত কিউআর কোড ব্যবস্থা চালু করার ফলে আর পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মতো কার্ডের প্রয়োজন হবে না। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে অনেকটাই সুরক্ষিত। এছাড়াও এই পদ্ধতিতে পেমেন্ট অনেক দ্রুত হয়। ফলে ব্যাঙ্কের তরফ থেকে এমন ব্যবস্থা চালু করায় গ্রাহকরা অনেক সুবিধা পাবেন।

গ্রাহকদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, তারা গ্রাহকদের সমস্ত রকম সর্বাধুনিক প্রযুক্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ব্যাঙ্কিং পরিষেবায় অন্যান্য যে কোন ব্যাঙ্কের মতই তারাও গ্রাহকদের নতুন নতুন সুযোগ সুবিধা তুলে দিতে বদ্ধপরিকর।

Advertisements