Bandhan Bank: দায়িত্ব বেড়ে গেল বন্ধন ব্যাঙ্কের, এবার রাজ্য সরকারের জন্যে করবে এই কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bandhan Bank will do this work on behalf of the state government from now: রাজ্য সরকারের তরফ থেকে এবার একটি বিশেষ দায়িত্ব পেল বন্ধন ব্যাংক (Bandhan Bank)। ইতিমধ্যে নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বন্ধন ব্যাংক কে। এবার থেকে নবান্নের নির্দেশ মেনে রাজস্ব আদায় করতে পারবে এই অর্থকরী সংস্থা। এই কাজ করার জন্য গভর্মেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম বা GRIPS ব্যবহারের অনুমোদনও পেয়েছে এই ব্যাংক।

Advertisements

গত শুক্রবার একটি প্রেস কনফারেন্স করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বন্ধন ব্যাংক। তাদের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে এবার থেকে GRIPS এর মাধ্যমে রাজ্যবাসী তাদের প্রদেয় কর ও কর বিহীন অন্যান্য পেমেন্ট করতে পারবেন। ডিজিটাল ভাবে নথিবিহীন এই লেনদেন রাজ্যবাসী কে আরো অনেক বেশি সুবিধা প্রদান করবে বলেই আশা করছে বন্ধন ব্যাংক (Bandhan Bank) কর্তৃপক্ষ। ব্যাংক এর তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা এই বিষয়ে সমস্ত কাজ শুরু করবেন।

Advertisements

আমাদের রাজ্যের প্রতিটি জেলায় বন্ধন ব্যাংক (Bandhan Bank) এর শাখা রয়েছে মোট ১৭০০ টি। এই শাখা গুলির মাধ্যমে GRIPS ব্যাবহার করে সম্পত্তি কর, মোটর ভেহিক্যাল কর ও প্রফেশনাল কর প্রদান করতে পারবেন রাজ্যবাসী। সব থেকে সুবিধা জনক বিষয় হলো এই পোর্টাল টির মাধ্যমে রাজ্য সরকারের মোট ২৯ টি দফতরের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন রাজ্যবাসী। গত ২০২২-২০২৩ অর্থ বছরে GRIPS পোর্টালের সাহায্যে রাজ্য সরকারের কর বাবদ আয় হয়েছিল ৫০ হাজার কোটি টাকা।

Advertisements

আরও পড়ুন ? Railway Station Food Quality: রাজ্যের এই স্টেশনের খাবার একেবারে জঘন্য, খেলেই বিষ! পর্দা ফাঁস করল রেল

আশা করা যাচ্ছে এই পোর্টালের পরিষেবার সঙ্গে বন্ধন ব্যাংক(Bandhan Bank) কে সংযুক্ত করার ফলে রাজ্যের আয় আরো বৃদ্ধি পাবে। বন্ধন ব্যাঙ্কের অন্যতম শীর্ষ কর্তা দেবরাজ সাহা বলেছেন “আমাদের তিনটি প্রধান শীর্ষ মার্কেটের মধ্যে বাংলার বাজার অন্যতম। এই পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দিয়ে রাজ্য সরকার আমাদের প্রতি আস্থা দেখিয়েছে। এর মাধ্যমে রাজ্যবাসীর সেবা করার সুযোগ পাব আমরা”।

প্রসঙ্গত উল্লেখ্য ২০০১ সাল থেকে বন্ধন ব্যাংক রাজ্যবাসী কে নিজের পরিষেবা প্রদান করে চলেছে। ক্ষুদ্র ঋণদান সংস্থা হিসেবে ও বর্তমানে এটি দারুন ভাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে ৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যাংক এর শাখা রয়েছে। এবার সরকারি ভাবে রাজস্ব আদায়ের কাজ করলে এই ব্যাংকের পরিচিতি আরো বৃদ্ধি পাবে বলেই আশা করা যাচ্ছে।

Advertisements