ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত বীরভূমের বাঙালি শ্রমিক

Shyamali Das

Published on:

লাল্টু : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের সাগরদিঘির পর এবার বীরভূম। বীরভূম জেলার এক শ্রমিকের মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় দানা বেঁধেছে রহস্যের।

বীরভূমের সদাইপুরে থানার অন্তর্গত কুইঠা গ্রামের ২৫ বয়সী যুবক সেখ আকেবর মহারাষ্ট্রের পুনেতে বোরিং মেশিনের সাথে শ্রমিকের কাজ করতে যায়। কিন্তু হঠাৎ গত শুক্রবার ওই যুবকের পরিবারের লোকজন ওই গ্রাম থেকে যাওয়া অন্যান্য শ্রমিকদের কাছ থেকে খবর পায় মারা গিয়েছে বলে। কিন্তু কিভাবে, কখন মৃত্যু হয়েছে তা নিয়ে কেউ সদুত্তর দিতে পারেনি। এমনকি যে ঠিকাদার সংস্থার সাথে ওই যুবক চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে যায় তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। যার ফলে এই আকস্মিক মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্যের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ওই পরিবারের একমাত্র উপার্জক ছিলেন।আর তার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে গোটা পরিবার। উপার্জনের একমাত্র সম্বল আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

মৃত ওই শ্রমিকের পরিবার ও এলাকার সমাজসেবী খেলাফত হোসেন খান দাবি করেছেন, “একের পর এক বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে চলেছে ভিন রাজ্যে। আমরা দেখেছি মুর্শিদাবাদ সাগরদিঘী আর এবার বীরভূম। কিভাবে এই তরতাজা যুব শ্রমিকের মৃত্যু হলো তা নিয়ে তদন্ত হওয়া দরকার। একইভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন রাখছি এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।”

ঠিকাদার সংস্থা এবং অন্যান্যদের কাছ থেকে বাঙালি এই শ্রমিকের মৃত্যু নিয়ে কোনো সদুত্তর না মেলায় আকেবরের পরিবার তরফ থেকে থানায় খুনের অভিযোগ করা হয়েছে।