Bangladesh Currency Rate: দেশের কঠিন পরিস্থিতিতে হঠাৎ করে কমলো বাংলাদেশের টাকার দাম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bangladesh Currency Rate: ভারত-বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই টালমাটাল। যার সরাসরি প্রভাব পড়েছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রেও। কোটা আন্দোলন থেকে শুরু করে হাসিনার দেশত্যাগ এবং বর্তমানে সংখ্যালঘু হিন্দুদের ওপর চরম অত্যাচার সবকিছু মিলিয়ে গোটা বিশ্বের কাছে সমালোচিত হচ্ছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদী শাসন, যার প্রভাবে জীবন নাজেহাল হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘু হিন্দুদের। এই উত্তেজনার পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এবং ভারতের টাকার দাম চোখে লাগার মতো কমেছে।

Advertisements

বর্তমানে দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ক্রমাগত বেড়ে চলেছে হিন্দুবিদ্বেষ। মুসলিমদের হাতে অত্যাচারিত এবং নিপীড়িত হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। গত ৭ই ডিসেম্বর পর্যন্ত ভারতের ১ টাকা মানে ছিল বাংলাদেশের ১ টাকা ৩৯ পয়সা (Bangladesh Currency Rate)। কিন্তু ৮ই ডিসেম্বর থেকেই বাংলাদেশের টাকার দামে পতন ঘটেছে। বাংলাদেশের বর্তমান টাকার মূল্য অবাক করবে আপনাকে।

Advertisements

সম্প্রতি এই অশান্তকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের টাকার দাম ২ পয়সা কমেছে। তাহলে নতুন হিসাবে ভারতের ১ টাকা মানে বাংলাদেশের ১ টাকা ৪১ পয়সা (Bangladesh Currency Rate)। যদি বোঝার সুবিধার জন্য ভারত স্পষ্ট করে বলা হয় তাহলে হলো, ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের ১৪১ টাকা ২৬ পয়সা। ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা এখনো চরম পরিস্থিতিতে রয়েছে। রবিবার ভারতের হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয় বাংলাদেশে।

Advertisements

আরও পড়ুন:EPFO Account UpdateEPFO Account Update: পেনশন নিয়ে বড় ঘোষণা, তবে কি বাড়তে চলেছে টাকার পরিমাণ

এই কঠিন পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকা যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। একাধিক বৈঠকের আয়োজন করা হয় দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করার জন্য। সম্প্রতি বাংলাদেশ ইঙ্গিত দিয়েছে যে, বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে ভারতের প্রতি নির্ভরতা কমানোর হবে। বর্তমানে বাংলাদেশ আলু, পেঁয়াজ-সহ বিভিন্ন পণ্য ভারতের বদলে অন্য দেশ থেকে কিনতে চাইছে।

এই চরম উত্তেজনামূলক পরিস্থিতির জন্য বাণিজ্যিক সম্পর্ক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের মধ্যে। জিনিসপত্র আদান-প্রদানেও হয়ে গেছে বিরাট সমস্যা। বর্তমান কঠিন পরিস্থিতির কারণেই হয়তো পড়ে গেছে বাংলাদেশের টাকার মূল্য (Bangladesh Currency Rate)। তবে দুই দেশের সরকার আপ্রাণ চেষ্টা করছি যাতে স্বাভাবিক করা যায় এই অশান্তকর পরিবেশ। দুই দেশের সম্পর্ক আবার আগের মত করার জন্য উদ্যোগ নিচ্ছে দুই পক্ষ।

Advertisements