Bangladesh: রাজধানী ঢাকায় হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। ভারত কিন্তু কখনোই প্রকাশ করেনি এই ধরনের কোন কথা। কিন্তু ভয় পাচ্ছে বাংলাদেশ। রীতিমত ভয় কাঁটা হয়ে রয়েছে রাজধানী ঢাকা। বাংলাদেশে বর্তমানে হিন্দু বিদ্বেষ এক চরম জায়গায় পৌঁছেছে এবং নিজেদের কৃতকর্মের ফল যে ভালো হবে না তা বুঝতে পেরে গেছে এতদিনে। ছদ্ম সাহস দেখাতে গিয়ে হুমকির পথে হাঁটছে ভারতের পূর্বের প্রতিবেশি, একাধিক প্রশ্ন উঠে এসেছে। যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় তাহলে এর ফল কখনোই ভালো হবে না। এমনই একটি আশঙ্কার থেকে ভারতকে হুমকি দিচ্ছে বাংলাদেশের ইনকিলাব মঞ্চ। সাধারণত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি ক্যাম্পে হামলা চালায় পাকিস্তানি জঙ্গীরা। এই হামলাতে শহীদ হয়েছিল ১৯ ভারতীয় জওয়ান। এই হামলার জবাবেই ভারত সার্জিক্যাল স্ট্রাইক এর পথে হেঁটেছিল ২৮ সেপ্টেম্বর। প্রতিবেশী রাষ্ট্রকে এভাবেই শায়েস্তা করেছিল ভারত।
কট্টরপন্থী মৌলবাদীরা ক্রমশ হিন্দুদের ওপরে অত্যাচার চালাচ্ছে। শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্ব ধিক্কার জানাচ্ছে বাংলাদেশের (Bangladesh) এই ধরনের আচরণের জন্য। কিন্তু ভারতের পক্ষ থেকে একবারের জন্য উল্লেখ করা হয়নি সার্জিক্যাল স্ট্রাইকের কথা। তবুও বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মতো মহলগুলি থেকে বারংবার উঠে আসছে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ। তাহলে কি ভয়ের থেকে এই ধরনের আচরণ করছে বাংলাদেশ?
বাংলাদেশে বর্তমানে প্রবলভাবে আলোচিত তথাকথিত ছাত্র সমন্বয়করা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Bangladesh) কট্টরপন্থী ছাত্রদের ‘ইনকিলাব মঞ্চ’। যেখান থেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে ভারতকে। কোনরকম লুকোচুরি নয় একেবারে সাংবাদিক সম্মেলন করে হুমকি দেওয়া হচ্ছে ভারতকে। সাংবাদিক সম্মেলন করেই রীতিমতো হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Bangladeshi Tourist: প্রতিবছর কত বাংলাদেশী আসে ভারতে, কেন্দ্রের তথ্য অবাক করার মতো
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা রাখেন ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। সাংবাদিক বৈঠকের মাধ্যমে বলেন যে, ভারত পাকিস্তানের মতো সার্জিক্যাল স্ট্রাইক করলে তার পরিণতি কখনোই ভালো হবে না। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য তাঁদের সীমান্তে সেনা বাড়িয়েছে। যদি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায় বিশ কোটির ছাত্র জনতা, ভারতের কফিনে শেষ পেরেক মেরে দেবে।
ভারতের (Bangladesh) জন্য বাংলাদেশের পক্ষ থেকে নানারকম কুরুচিকর মন্তব্য ক্রমশই শোনা যেতে থাকে। নর্থ ব্লক যদিও এইসব বিষয়গুলোকে খুব ভালোভাবে তুলে ধরেছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে, বাংলাদেশিরাই প্রমাদ গুণছেন মাথা গোজার ঠাইয়ের জন্য।