লোকের টাকা মেরে যত কেচ্ছা! শেষমেষ গ্রেপ্তার বাংলাদেশি গায়ক নোবেল

নিজস্ব প্রতিবেদন : টলিউড এবং বঙ্গ রাজনীতির বেশ কয়েকজন মুখ যেমন প্রতিনিয়ত চর্চায় থাকেন, ঠিক সেই রকমই হামেশাই চর্চায় থাকতে দেখা যাই বাংলাদেশের হিরো আলম এবং গায়ক মইনুল হাসান নোবেলকে (Mainul Hasan Noble)। এবারও বাংলাদেশি এই গায়ক নোবেল চর্চায় এসেছেন আর তার চর্চায় আসার কারণ হলো পুলিশের হাতে গ্রেফতার। শনিবার দুপুর ১২টা নাগাদ তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (Dhaka Mahanagar Police)। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।

কিন্তু কেন বিতর্কিত বাংলাদেশি (Bangladesh) এই গায়ককে গ্রেফতার করলো ঢাকা পুলিশ। তাকেই গ্রেফতার করার কারণ হিসাবে জানা যাচ্ছে, তার বিরুদ্ধে রয়েছে আর্থিক প্রতারণার অভিযোগ। রীতিমত লোকের টাকা মেরে নানান ধরনের কেচ্ছা কেলেঙ্কারি করেছেন তিনি। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র মারফত শোনা যাচ্ছে, শরীয়তপুরের একটি স্কুলে দিন কয়েক আগে রি-ইউনিয়ন ছিল। সেই রিইউনিয়ন অনুষ্ঠানে তার গান করতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি কথা অনুযায়ী সেখানে যাননি। এই রিইউনিয়ন অনুষ্ঠানে গান করার জন্য যে দর হয়েছিল তার মধ্যে তিনি বাংলাদেশী মুদ্রায় নিয়েছিলেন ১ লক্ষ ৭২ হাজার টাকা, পুরোটাই আবার অগ্রিম।

বিপুল অংকের এই টাকা অগ্রিম নেওয়া হলেও তিনি ওই স্কুলে অনুষ্ঠান করতে যাননি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসে তাকে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাকে গ্রেফতার করে এবং শনিবারই তাকে আদালতে পেশ করা হয় এমনটাই জানা গিয়েছে।

সারেগামাপা থেকে খ্যাতি লাভ করা বাংলাদেশী গায়ক নোবেল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পশ্চিমবঙ্গের গুণী জ্ঞানী মনীষীদের নিয়ে নানান সময় কুমন্তব্য করেছেন। এরই মতিন কয়েক আগেই তাকে একটি কলেজের অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বেয়াদপি করতে দেখা গিয়েছিল। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিকবার তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই।