নিজস্ব প্রতিবেদন : ভারতে দিনের পর দিন অনলাইন লেনদেনের চাহিদা বাড়ছে। আর মানুষের এই অনলাইন লেনদেনের প্রতি আগ্রহ ডিজিটাল ইন্ডিয়া তৈরীর পথকে আরও সুদৃঢ় হয় করছে। আর এই অনলাইন লেনদেনের অন্যতম মাধ্যম হিসাবে ইউপিআই-এর চাহিদাও দিন দিন বাড়তে শুরু করেছে। কিন্তু এরই মাঝে খবর বেশকিছু ব্যাঙ্ক গ্রাহকদের ইউপিআই লেনদেনের উপর বাড়তি চার্জ বসাচ্ছে। সেই জায়গায় এবার কেন্দ্রের তরফ থেকে ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হল যাতে আলাদা করে কোনো রকম চার্জ বসানো না হয়।
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স রবিবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে বেশ কয়েকটি ব্যাঙ্ক আলাদা করে চার্জ বসাচ্ছিল এমনটা খবর এসেছে। সেই সকল ব্যাঙ্কগুলি লেনদেনের নির্দিষ্ট সংখ্যা পেরিয়ে যাওয়ার পর চার্জ বসাতে শুরু করে। কিন্তু এতে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট’ লংঘন করা হচ্ছে।
বিবৃতিতে আরও স্পষ্ট করে জানানো হয়েছে যে, এই চার্জ বসানোর কারণে ব্যাঙ্কগুলি ২০১৯ সালের ৩০ ডিসেম্বরের সার্কুলার নম্বর ৩২/২০১৯-এর লংঘন করছে। সার্কুলারে বলা হয়েছে ২০২০ সালের ১লা জানুয়ারির পর থেকে অনলাইন কোনরকম লেনদেনের উপর এমডিআর সহ কোন চার্জ আলাদা করে বসানো যাবে না। সিবিডিটি পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের ১০ এ ধারার আওতায় তা জারি করেছিল।
CBDT has issued Circular no. 16/2020 on 30th August, 2020 advising banks to immediately refund the charges collected, if any, on or after 1st January, 2020 on transactions carried out using the electronic modes prescribed under section 269SU of the Income-tax Act,1961.(1/2) pic.twitter.com/Dw0D5oVi8T
— Income Tax India (@IncomeTaxIndia) August 30, 2020
আর এই বিবৃতি জারি করার পাশাপাশি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যদি কোন ব্যাঙ্ক ২০২০ সালের ১লা জানুয়ারির পর থেকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে কোনো গ্রাহকের উপর কোনরকম চার্জ করে থাকে তা যেন অবিলম্বে সেই সকল গ্রাহকদের ফিরিয়ে দেয়। পাশাপাশি ভবিষ্যতে যেন কোন রকম অনলাইন লেনদেনের ক্ষেত্রে আলাদা করে চার্জ বসানো না হয়।