ডিসেম্বর মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সামনে এলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সাধারণ মানুষ ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকলেও ব্যাঙ্কের শাখার গুরুত্ব যে অপরিসীম তা নিয়ে কোনো বিতর্ক নেই। যে কারণে সাধারণ মানুষেরা যাতে অযথা ভোগান্তির শিকার না হন, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে কোন কোন রাজ্যে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকা প্রকাশ করে থাকে।

Advertisements

ডিসেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা থেকে জানা যাচ্ছে, দেশজুড়ে বিভিন্ন রাজ্যের মোট ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়াও রয়েছে শনি ও রবিবারের ছুটি। তবে এই ছুটি বিভিন্ন রাজ্যের ছুটি মিলিয়ে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীরা ডিসেম্বর মাসে শনিবার এবং রবিবার ছুটি বাদ দিয়ে মাত্র একদিন ছুটি পাবেন। এখন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ছুটির তালিকা পাওয়া গিয়েছে সেই ছুটির তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীরা কেবলমাত্র ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি হিসাবে ছুটি পাবেন। এছাড়া আর কোনো ছুটি নেই।

Advertisements

অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে দ্বিতীয় ও চতুর্থ শনিবার হিসাবে ব্যাঙ্ক কর্মচারীদের ছুটি পেয়ে থাকেন তার মধ্যে আবার একটি ছুটি মার গিয়েছে ডিসেম্বর মাসে। দ্বিতীয় শনিবার পড়েছে ১১ ডিসেম্বর, ওই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। চতুর্থ শনিবার পড়েছে ২৫ ডিসেম্বর। চতুর্থ শনিবার এবং বড়দিন একই সঙ্গে পড়ার কারণে একদিন ছুটি মার যাচ্ছে ব্যাঙ্ক কর্মচারীদের।

মোটের ওপর ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে রবিবার বাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে মাত্র দু’দিন। যে দিনগুলি হল ১১ ডিসেম্বর এবং ২৫ ডিসেম্বর। বাকি অন্যান্য দিন স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা। সুতরাং ডিসেম্বর মাসে ব্যাঙ্কে গিয়ে নিজেদের কাজ ছাড়ার ক্ষেত্রে কোনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না ছুটি।

Advertisements