জুন মাসে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা, রইলো তালিকা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসে কোন দিন কোন রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে তার তালিকা প্রকাশ করে থাকে। আর এই ছুটির তালিকা আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের শাখায় গিয়ে ঘুরে আসার মত হয়রানির শিকার হতে হয় না গ্রাহকদের। পাশাপাশি বর্তমান করোনাকালে অযথা বাইরে বের হয়ে ফেরত আসাও খুবই ঝুঁকিপূর্ণ।

Advertisements

Advertisements

অন্যান্য মাসের মতো চলতি মাস অর্থাৎ জুন মাসে কোন রাজ্যে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা সেই ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে চলতি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। তালিকা অনুযায়ী এই মাসে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের কোনো ছুটি নেই।

Advertisements

করোনা সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের বিধি-নিষেধ অনুযায়ী আগামী ১৫ জুনের মধ্যে একটি শনিবার বন্ধ থাকবে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা। ১২ জুন মাসের দ্বিতীয় শনিবারের দরুণ বন্ধ থাকছে রাজ্যের প্রতিটি ব্যাঙ্ক। এর পাশাপাশি অন্যান্য দিনগুলিতে ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত।

অন্যদিকে এই নির্দেশিকা পরিবর্তিত হলেও চলতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী মাসের চতুর্থ শনিবার বন্ধ থাকবে প্রতিটি ব্যাঙ্কের শাখা। অর্থাৎ জুন মাসে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীরা মোট দু’দিন ছুটি পাচ্ছেন।

Advertisements