নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের মতো নভেম্বর মাসের প্রথমদিকেও রয়েছে বিভিন্ন উৎসব। এইসকল উৎসব থাকার দরুন বন্ধ থাকবে বিভিন্ন সরকারি অফিস। সরকারি অফিসের পাশাপাশি বন্ধ থাকবে দেশের তথা রাজ্যের ব্যাঙ্কের শাখাগুলিও (Bank)।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে প্রতি মাসের কোন কোন দিন কোন কোন রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে তার একটি তালিকা প্রকাশ করা হয়। এই প্রকাশিত তালিকার মূল উদ্দেশ্য হলো গ্রাহকরা যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হন।
নভেম্বর মাসে যে সকল উৎসব রয়েছে সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ উৎসবগুলি হল ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো, গুরু নানক জয়ন্তী ইত্যাদি। এইসকল উৎসবের কারণে দেশজুড়ে বিভিন্ন রাজ্যের ভিত্তিতে ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের ছুটির সংখ্যা তুলনামূলক কম। অর্থাৎ পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায়ও কম দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
৪ নভেম্বর : কালীপুজো এবং দীপাবলী উপলক্ষে এই দিন অর্থাৎ বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।
১৩ নভেম্বর : ১৩ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার পড়ার দরুন ব্যাঙ্ক কর্মীদের ছুটির নিয়ম অনুসারে এই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।
১৯ নভেম্বর : গুরু নানক জয়ন্তীর পরিপ্রেক্ষিতে এই দিন অর্থাৎ শুক্রবার বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা
২৭ নভেম্বর : মাসের চতুর্থ শনিবার হওয়ার দরুন ২৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।