নিজস্ব প্রতিবেদন : অর্থনৈতিক লেনদেনের জন্য প্রতিটি মানুষকেই কোনো না কোনোভাবে ব্যাংকের ওপর নির্ভরশীল হতে হয়। ডিজিটাল লেনদেন সহ এটিএম এবং এটিএম কাউন্টারের ব্যবহার বৃদ্ধি পেলেও ব্যাংকের শাখার গুরুত্ব এখনো অপরিসীম।
ব্যাংকের শাখার এই গুরুত্বের কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রতিমাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তার তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে মূলত গ্রাহকদের যাতে হয়রানির শিকার হতে না হয় তার জন্য। সেইমতো জুলাই মাসে কোন কোন দিন ব্যাংকের শাখা বন্ধ থাকবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
১ জুলাই, শুক্রবার : এই দিন রথযাত্রা উপলক্ষে ভুবনেশ্বর ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
৩ জুলাই, রবিবার : সাপ্তাহিক ছুটির জন্য এই দিন ব্যাংক বন্ধ থাকবে।
৫ জুলাই, মঙ্গলবার : গুরু গোবিন্দ সিং জয়ন্তি উপলক্ষে এই দিন জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
৬ জুলাই, বুধবার : এমইচআইপি দিবস উপলক্ষে মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
৭ জুলাই, বৃহস্পতিবার : আগরতলায় স্থানীয় ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
৯ জুলাই, শনিবার : মাসের দ্বিতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
১০ জুলাই, রবিবার : সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক৷
১১ জুলাই, সোমবার : ইদ-উল-আজা উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকছে ব্যাঙ্ক৷
১৩ জুলাই, বুধবার : ভানু জয়ন্তি উপলক্ষ্যে গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
১৪ জুলাই, বৃহস্পতিবার : বেন ডিএনখলাম উপলক্ষে শিলঙে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
১৬ জুলাই, শনিবার : হরেলা উপলক্ষে দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
১৭ জুলাই, রবিবার : সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
২৩ জুলাই, শনিবার : মাসের চতুর্থ শনিবার উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
২৬ জুলাই, মঙ্গলবার : কের পূজার কারণে আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
৩১ জুলাই, রবিবার : সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক৷