নিজস্ব প্রতিবেদন : কোন দিন ব্যাঙ্ক খোলা থাকবে, কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা প্রত্যেক নাগরিকদের কাছেই, বিশেষ করে যারা ব্যাঙ্কে লেনদেন করে থাকেন তাদের জন্য জানা অত্যন্ত জরুরী। কেননা ব্যাঙ্ক বন্ধ থাকলে অযথা ব্যাঙ্কের দোরগোড়া থেকে ঘুরে আসতে হয় গ্রাহকদের। যে কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে প্রতিমাসে কোন কোন দিন ব্যাঙ্ক খোলা থাকবে আর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তার তালিকা প্রকাশ করা হয়।
অন্যান্য মাসের মত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুন মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays June 2024) থাকবে, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। আর এই তালিকায় যা দেখা যাচ্ছে তাতে, মাসের দুটি শনিবার এবং পাঁচটি রবিবার বাদে মেরেকেটে বড়জোড় দুটি বাড়তি ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা, তাও আবার কোন কোন জায়গায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোথায় কোন কোন দিন জুন মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা ছুটির তালিকা থেকে জানা যাচ্ছে, ১৫ জুন শনিবার আইজল, ভুবনেশ্বর এই দুই আঞ্চলিক এলাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওইদিন রয়েছে ওয়াইএমএ ডে এবং রাজা সংক্রান্তি। এই দুই উৎসবের কারণেই আইজল ও ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। ঐদিন দেশের অন্যান্য জায়গায় স্বাভাবিক নিয়ম মেনে ব্যাঙ্ক খোলা থাকবে।
১৭ জুন সোমবার আইজল, গ্যাংটক, ইটানগর বাদে দেশের সমস্ত জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। বকরি ঈদ বা ইদুজ্জোহা উপলক্ষে ওই তিনটি আঞ্চলিক এলাকা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ইদুজ্জোহা উপলক্ষে ১৮ জুন মঙ্গলবার বাড়তি ছুটি রয়েছে শ্রীনগর এবং জম্মুতে।
অন্যদিকে জুন মাসে ব্যাঙ্ক কর্মচারীরা পাঁচটি রবিবারের ছুটি পাবেন, যেগুলি হলো ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ জুন। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৮ ও ২২ জুন। এছাড়া জুন মাসে ব্যাঙ্ক কর্মচারীদের আর তেমন কোনো ছুটি নেই। বলা যেতে পারে জুন মাস ব্যাঙ্ক কর্মচারীদের কাছে ছুটির খরা মাস।