নভেম্বর মাসে যে দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা অন্যতম। আর এই ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ কাজে গ্রাহকদের ছুটে যেতে হয় ব্যাঙ্কের শাখায়। আর বর্তমান করোনা পরিস্থিতিতে ব্যাঙ্কের দরজায় গিয়ে তালা ঝুলানো দেখলে তা খুবই দুর্ভাগ্যজনক। যে কারণে আগে থেকেই জেনে রাখা জরুরি কোন কোন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

Advertisements

উৎসব এবং অন্যান্য কারণে আগামী নভেম্বর মাসে দিন কয়েক ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা ২৪x৭ অনলাইন পরিষেবার মাধ্যমে নিজেদের কাজকর্ম চালাতে পারবেন। এর পাশাপাশি বর্তমান আধুনিক এটিএম পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ব্যাঙ্ক বন্ধ থাকলেও লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন।

Advertisements

RBI ঘোষিত নভেম্বর মাসে ছুটির তালিকা

Advertisements

৬ই নভেম্বর : ওয়ানগালা উৎসবের জন্য এই দিন কেবলমাত্র শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ই নভেম্বর : দিওয়ালি, কালী পূজার জন্য এই দিন আগরতলা, আইজল, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, গ্যাংটক, ইম্ফল ছাড়া দেশের অন্যান্য সমস্ত জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ই নভেম্বর : দিওয়ালি, ভাইফোঁটা ইত্যাদি উপলক্ষে এই দিনটিতে আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, কানপুর, লখনৌ, মুম্বই, নাগপুর এই সকল জায়গায় ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

১৭ই নভেম্বর : এই দিন দীপাবলি, নিঙ্গল চক্রব্যূহ উপলক্ষে গ্যাংটক এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ই নভেম্বর : গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০ই নভেম্বর : ছট পুজো পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১শে নভেম্বর : ছট পুজো উপলক্ষে পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩শে নভেম্বর : শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ নভেম্বর : গুরু নানকের জন্মদিন, কার্তিক পূজা উপলক্ষে আগরতলা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কোচি, পানাজি, শিলং, ত্রিবান্দম পুরম বাদে অন্যান্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisements