নিজস্ব প্রতিবেদন : সরকারি কর্মচারীদের মতই ব্যাংক কর্মচারীদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছুটি থাকে। এছাড়াও সাপ্তাহিক ছুটি হিসেবে ছুটি দেওয়া হয়ে থাকে রবিবার। পাশাপাশি ছুটি দেওয়া হয়ে থাকে প্রতিমাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। এই দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকার ফলে যাতে গ্রাহকদের কোনরকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আগেই সেই তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী নভেম্বর মাসে দেশের বিভিন্ন জায়গা মিলিয়ে মোট ১০ দিন ব্যাংক বন্ধ থাকবে। যদিও প্রতিটি রাজ্যে আলাদা আলাদা দিন উৎসবের পরিপ্রেক্ষিতে ব্যাংক বন্ধ থাকবে।
১ নভেম্বর : বেঙ্গালুরু এবং ইম্ফলে কন্নড় রাজজ্যোৎসব এবং কুট উৎসবের জন্য এই দুই জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে সেদিন।
৬ নভেম্বর : রবিবারের কারণে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ নভেম্বর : গুরু নানক জয়ন্তী, কার্তিক পুর্নিমা সহ বেশ কিছু উৎসবের কারণে আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কোচি, পানাজি, পাটনা, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ নভেম্বর : কনকদাসা জয়ন্তী, বাংলা ফেস্টবল থাকাতে বেঙ্গালুরু, শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ নভেম্বর : মাসের দ্বিতীয় শনিবার। তাই গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৩ নভেম্বর : রবিবার ব্যাঙ্ক ছুটি থাকবে।
২০ নভেম্বর : রবিবার হওয়ায় সেদিন গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ নভেম্বর : শিলংয়ের একটি পরব রয়েছে। এই কারণে সেখানে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৬ নভেম্বর : চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে গোটা দেশে।
২৭ নভেম্বর : রবিবার হওয়ায় ছুটি থাকবে ব্যাঙ্কে।
মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়া পশ্চিমবঙ্গের ব্যাংক কর্মচারীরা কেবলমাত্র ৮ নভেম্বর ছুটি পাবেন নভেম্বর মাসে।