ব্যাঙ্ক লকার থেকে ক্রেডিট কার্ড, নতুন বছরের শুরুতেই ৫ নিয়মে বদল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে একাধিক নিয়মে বদল আনতে দেখা যায়। গ্রাহকদের সুবিধা অথবা নিরাপত্তা বা সরকারের সুবিধার কথা মাথায় রেখে এই সকল নিয়মে পরিবর্তন আনা হয়। সেই রকমই নতুন বছরের জানুয়ারি মাসেই আসছে ৫টি পরিবর্তন। এই সকল পরিবর্তন কতটা প্রভাব ফেলবে আমজনতার পকেটে।

Advertisements

১) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাংক লকার সংক্রান্ত নতুন নিয়ম জারি করা হয়েছে। নতুন এই নিয়ম জারি হবে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে। নতুন নিয়ম অনুসারে ব্যাংক লকারে গ্রাহকরা যে সকল জিনিসপত্র রাখবেন তার দায়িত্ব নিতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে। এক্ষেত্রে ব্যাংকের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে। চুরি হোক অথবা ডাকাতি, লকারে থাকা জিনিসপত্রের দায়ভার থাকবে ব্যাংকের উপরই।

Advertisements

২) তেল ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাস সহ তেলের দামে পরিবর্তন করে থাকে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে এই পরিবর্তন করা হয়। জানুয়ারি মাসেও সেই পরিবর্তন অনিবার্য।

Advertisements

৩) ক্রেডিট কার্ডের পেমেন্ট এবং রিওয়ার্ড সংক্রান্ত বেশ কিছু বদল আসতে চলেছে জানুয়ারি মাসে। এইচডিএফসি ব্যাঙ্ক জানুয়ারি মাসে এই সকল পরিবর্তন আনতে চলেছে।

৪) উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় জানুয়ারি মাসেই বিভিন্ন সংস্থা তাদের গাড়ির দাম বৃদ্ধি করতে পারে। MG Motor, Maruti Suzuki, Hyundai Motors, Honda, Tata Motors, Renault, Audi এবং Mercedes-Benz-এর মতো গাড়ি রয়েছে এই তালিকায়।

৫) জিএসটি ই-ইনভয়েসিং সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসছে নতুন বছরের শুরুতেই। নতুন বছরের শুরুতেই যে নিয়ম জারি হচ্ছে সেই নিয়ম অনুযায়ী GST ই-ইনভয়েসিংয়ের থ্রেশহোল্ড ২০ কোটি টাকা থেকে কমিয়ে ৫ কোটি টাকা করা হচ্ছে।

Advertisements