১ জুলাই থেকে বাতিল হচ্ছে এই ব্যাঙ্কের পুরাতন চেকবুক ও আইএফএসসি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একাধিক ব্যাঙ্ক সংযুক্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাঙ্কের সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে। আর এই সংযুক্তিকরণের কারণে অ্যাকাউন্টের ক্ষেত্রে একাধিক রদবদল ঘটছে। যে কারণে পুরাতন আইএফএসসি কোড এবং পুরাতন চেকবুক কাজ করবেনা সংযুক্ত হওয়া ওই সকল ব্যাঙ্কের।

কেন্দ্র সরকারের এই সংযুক্তিকরণের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ এপ্রিল কানাড়া ব্যাঙ্কের সাথে সংযুক্ত হয়েছে সিন্ডিকেট ব্যাঙ্ক। এই কারণে আগামী ১ জুলাই থেকে এই ব্যাঙ্কের গ্রাহকদের আইএফএসসি কোড এবং পুরাতন চেকবুক আর কাজ করবে না।

১ জুলাই থেকে ঐ সকল ব্যাঙ্কের গ্রাহকদের যেকোনো ধরনের অনলাইন আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাদের পুরাতন আইএফএসসি কোডের পরিবর্তে নতুন আইএফসি কোড ব্যবহার করতে হবে। কানাড়া ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাদের সমস্ত গ্রাহকদের এবার যে আইএফএসসি কোড দেওয়া হবে তা শুরু হবে CNBR দিয়ে। এই নতুন আইএফএসসি কোডই ব্যবহার করতে হবে।

পাশাপাশি এই সংযুক্তিকরণের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকদের পুরাতন যেসকল চেকবুক ছিল তা আর গ্রহণ করা হবে না ১ জুলাই থেকে। যে কারণে চেক মারফত লেনদেনের জন্য ওই ব্যাঙ্কের গ্রাহকদের যত দ্রুত সম্ভব নিকটবর্তী শাখা থেকে নিজেদের নতুন চেকবুক সংগ্রহ করে নিতে হবে।

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই দেশের ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর ৪টি ব্যাঙ্কে পরিণত হয়েছে। আর এই সকল সংযুক্তিকরণের হওয়া ব্যাঙ্কের গ্রাহকরা নিজেদের ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই তারা তাদের আইএফএসসি কোড সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে চেকবুক সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন করা যাবে অথবা নিকটবর্তী শাখা থেকেও চেকবুক পাওয়ার জন্য আবেদন করা যেতে পারে।