BoB গ্রাহকদের জন্য খারাপ খবর, বাড়ল EMI খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের মুদ্রাস্ফীতির উপর লাগাম টানার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরপর দু’মাসে রেপো রেট বৃদ্ধি করেছে। পরপর দু’মাসে এই কেন্দ্রীয় ব্যাংক ৯০ বেসিস পয়েন্ট repo rate বৃদ্ধি করেছে। এইভাবে repo rate বৃদ্ধি করার ফলে বদলে গিয়েছে ব্যাংকিং ব্যবস্থায় বেশ কিছু হিসাব নিকাশ। বদলে গিয়েছে ইএমআই থেকে শুরু করে ফিক্সড ডিপোজিটে সুদের হার।

Advertisements

বিভিন্ন ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই রেপো রেট বৃদ্ধি করার পর তাদের ঋণ এবং ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। সেই রকমই এবার ঋণের ওপর সুদের হার পরিবর্তন করল ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ BoB। মঙ্গলবার থেকে নতুন এই রেট কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে।

Advertisements

নতুন রেট অনুযায়ী ঋণের উপর ১০ থেকে ১৫ বেশি পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে এমসিএলআর অর্থাৎ Marginal Cost of funds based Lending Rate। এর ফলে সরাসরি প্রভাব পড়বে এই ব্যাংকের ঋণ গ্রহীতাদের উপর। কারণ এর ফলে সুদের পরিমাণ আগের তুলনায় বাড়বে এবং সুদের পরিমাণ বাড়লে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে ইএমআই-এর পরিমাণ।

Advertisements

এমসিএলআর বৃদ্ধি করার পর এই ব্যাংকের ঋণগ্রহীতাদের কত শতাংশ সুদ দিতে হবে। এক বছরের মেয়াদের ক্ষেত্রে লোনের উপর সুদের হার ৭.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬৫ শতাংশ করা হয়েছে। ৬ মাসের লোনের MCLR ৭.৩৫ থেকে ৭.৪৫ শতাংশ কর৩ হয়েছে। 3 মাসের লোনের ক্ষেত্রে MCLR ৭.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৩৫ শতাংশ করা হয়েছে।

খুচরো লোনের ক্ষেত্রে এই ব্যাংক সুদের হার রেখেছে ৭.৭৫%। গৃহঋণ রয়েছে ৭.৪৫ শতাংশ থেকে ৮.৮০ শতাংশ। গাড়ি ঋণের ক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদা, যে হারের লোন দিয়ে থাকে তা হল ৭.৭০ থেকে ১০.৯৫%। সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার ক্ষেত্রে লোন নেওয়া হলে সুদের হার দিতে হয় ১০.২০ থেকে ১২.৯৫%। দু’চাকা অর্থাৎ মোটর বাইক বা এই ধরনের যানবাহনের ক্ষেত্রে লোনের ওপর সুদের পরিমাণ রয়েছে ১১.৯৫%।

Advertisements