বাংলাএক্সপি ডেস্কঃ ব্যাঙ্কে এখন অধিকাংশ মানুষেরাই নিজেদের কষ্টার্জিত টাকা পয়সা জমা রাখেন। টাকা পয়সা জমা রাখার ক্ষেত্রে যেমন তারা সুরক্ষার দিকটি দেখেন, ঠিক সেই রকমই আবার সুদের বিষয়টিও নজরে রাখা হয়। যে সকল ব্যাঙ্কে বেশি সুদ দেওয়া হয় সেই সকল ব্যাঙ্কের প্রতি ঝুঁকতে দেখা যায় গ্রাহকদের। ঠিক সেই রকমই এবার ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda) তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন প্রকল্প এনেছে আর সেই দুটি নতুন প্রকল্পের মধ্যে সর্বাধিক ৭.৭৫% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
ব্যাঙ্কে টাকা জমা রাখার ক্ষেত্রে মূলত ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায়। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় যেহেতু ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ বেশি থাকে তাই গ্রাহকদের বড় অংশ ফিক্সড ডিপোজিট করে থাকেন। ব্যাঙ্ক অফ বরোদা নতুন যে দুটি প্রকল্প এনেছে সেই দুটি প্রকল্প মূলত ফিক্সড ডিপোজিটের উপর।
ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে এই নতুন দুটি প্রকল্প চালু করা হয়েছে মনসুন ধামাকা নাম দিয়ে। যে দুটি প্রকল্পের মধ্যে একটিতে সর্বোচ্চ ৭.৬৫ শতাংশ এবং অন্যটিতে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। সর্বোচ্চ এই সুদ পাবেন প্রবীণ নাগরিকেরা। একই ক্ষেত্রে সাধারণ নাগরিকেরা যথাক্রমে ৭.১৫ শতাংশ ও ৭.২৫ শতাংশ সুদ পাবেন। ব্যাঙ্ক অফ বরোদার মত একটি ব্যাঙ্ক এমন ঘোষণা করার ফলে স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যে এখন খুশির হাওয়া বইছে।
আরও পড়ুন : Jio Recharge: সুখবর, ফের ৪৭৯ টাকাতেই আনলিমিটেড 5G দিচ্ছে Jio, দেখে নিন কত দিনের জন্য
ব্যাঙ্ক অফ বরোদার মনসুন ধামাকা নামে যে দুটি ফিক্সড ডিপোজিটে নজরকাড়া সুদের হার দেওয়ার ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি ৩৩৩ দিনের জন্য। ৩৩৩ দিনের জন্য ওই ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখলে সাধারণ নাগরিকরা ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬৫ শতাংশ সুদ পাবেন। সাধারণ নাগরিকদের তুলনায় ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের। যা সাধারণত অধিকাংশ ব্যাঙ্ক তাদের বিভিন্ন স্কিমের ক্ষেত্রে দিয়ে থাকে।
অন্যদিকে দ্বিতীয় যে স্কিমটির কথা বলা হচ্ছে সেই স্কিমে সাধারণ নাগরিকরা সর্বোচ্চ ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ পাবেন। এর জন্য গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোজিটে ৩৯৯ দিনের জন্য সঞ্চয় করে রাখতে হবে। এই প্রকল্পের আওতায় অন্যান্য প্রকল্পের মতোই প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অন্যান্য সুদের হার দেখার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।