নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যাঙ্ক হলো ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। এই ব্যাংকের তরফ থেকে তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার জন্য নতুন একটি স্কিম চালু করল। ব্যাংকের তরফ থেকে চালু করা এই স্কিমটি মূলত মহিলাদের জন্য। যে কারণে এই ব্যাংকে অ্যাকাউন্ট করলে দারুণ সুযোগ মিলবে। গত ৮ মে ব্যাংকের তরফ থেকে নতুন এই অফারের ঘোষণা করা হয়েছে।
ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে তাদের মহিলা গ্রাহকদের এই অফার দেওয়া হচ্ছে যদি তারা ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট (BoB women current account) করেন। ব্যাংকের তরফ থেকে যার নাম দেওয়া হয়েছে BoB Women Power Current Account। মহিলা শক্তি সেভিংস অ্যাকাউন্ট নামের যে অ্যাকাউন্ট চালু করা হয়েছে তাতে মহিলা গ্রাহকরা যা সুবিধা পাবেন তা রীতিমতো অতুলনীয়। তবে এই সকল সুবিধা নিতে হলে ৩০ জুন ২০২৪ এর মধ্যে অ্যাকাউন্ট করতে হবে।
ব্যাঙ্ক অফ বরোদার এই অ্যাকাউন্ট করলে যে সকল সুবিধা পাওয়া যাবে সেগুলি হল, ফ্রি এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস, ইউপিআই। এছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে একটি পিওএস বা এমপিওএস, যেগুলি জন্য মান্থলি কোন চার্জ দিতে হবে না। এছাড়াও বিনামূল্যে দেওয়া হবে দুটি কিউআর কোড বিশিষ্ট সাউন্ডবক্স, যার জন্য কোন চার্জ দিতে হবে না।
আরও পড়ুন ? Fixed Deposit: টাকা রাখলেই তরতরিয়ে হবে দ্বিগুণ! এই ব্যাঙ্ক FD-তে দিচ্ছে ৯% সুদ
এখানেই শেষ নয় এর পাশাপাশি দেওয়া হবে ৫০ পাতার একটি চেকবুক বিনামূল্যে, বিনামূল্যে কিউআর কোড জেনারেশন, বিনামূল্যে এসএমএস ও ইমেইল অ্যালার্ট, বিনামূল্যে দেওয়া হবে ক্রেডিট কার্ড (শর্ত সাপেক্ষে) সহ আরও একাধিক সুবিধা। এছাড়াও এই ধরনের অ্যাকাউন্ট যারা করাবেন তাদের চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ঋণের সুবিধা দেওয়া হবে।
অন্যদিকে যারা এই অ্যাকাউন্ট করাবেন তাদের আরও একটি বড় সুবিধা হল ওভারড্রাফ্ট। এই সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে। এই সুবিধার মাধ্যমে যদি অ্যাকাউন্ট কোন টাকা না থাকে তাহলেও ২৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এছাড়াও লোন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রসেসিং ফির উপর ১০% ছাড় দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদার এই অ্যাকাউন্ট করাতে হলে অবশ্যই মহিলার নামে কোন ফার্ম, এন্টারপ্রাইজ অথবা সংস্থা থাকতে হবে।