FD-তে সুদের হার বৃদ্ধি করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেখে নিন নতুন রেট চার্ট

Antara Nag

Published on:

বর্তমানে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের অনেক বিকল্প রয়েছে। কিন্তু আর বি আই (RBI) রেপো রেট কয়েকবার বাড়ানোর পর সাধারণ মানুষ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে আরও বেশি বিনিয়োগ করছেন। ফিক্সড ডিপোজিটে সুদের হার (Fixed Deposit Interest Rate) বৃদ্ধির ফলে অনেক সেভিংস স্কিমের চেয়ে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) এখন পাওয়া যাচ্ছে বেশ কিছুটা বেশি সুদ।

সম্প্রতি অনেক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়িয়েছে। কারণ ডিসেম্বর মাসে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। মে ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত রেপো রেট ২.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বেড়েছে ব্যাঙ্কের বিভিন্ন ধরনের আমানতের সুদের হার।

পাবলিক সেক্টরের একটি পরিচিত ব্যাঙ্কের নাম হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI)। সম্প্রতি এই ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হারে বৃদ্ধির ঘোষণা করল। বস্তুত ব্যাঙ্ক 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের (Fixed Deposit) সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কটি বর্তমানে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে ম্যচিওর হওয়া ফিক্সড ডিপোজিটে (FD)-এর উপর ৩.০০ শতাংশ থেকে ৬.০০ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে থাকে৷

‘শুভ আরম্ভ আমানত’ প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI) সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য অতিরিক্ত ৭.৬৫ শতাংশ, নিয়মিত গ্রাহকদের জন্য ৭.১৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য একটি বিশেষ সময়-সীমিত প্রোগ্রামের অধীনে ৭.৮ শতাংশ সুদের হার দেয়।

এখন থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (বিওআই)-এর ২ কোটি টাকার নিচের ৫০১ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি)-এ সুদের হার আগের থেকে বেশি পাওয়া যাবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি প্রেস বিবৃতি অনুসারে, নতুন হারগুলি ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হবে৷