আজ ও কাল দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে কতটা প্রভাব পড়বে ATM পরিষেবায়

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণ করা হবে। ঘোষণা অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই কেন্দ্র সরকার এই বিষয়ে একটি বিল আনার পরিকল্পনা গ্রহণ করেছে। অন্যদিকে যখন কেন্দ্র সরকার এই বিল আনার ঘোষণা পরিকল্পনা গ্রহণ করছে সেই সময় এর প্রতিবাদে পথে নামল ব্যাঙ্ক ইউনিয়নগুলি।

ব্যাঙ্ক বেসরকারিকরণ করার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে ব্যাংক কর্মী সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। সেই আন্দোলনের অংশ হিসাবেই বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই দুদিন দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ATM পরিষেবা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। বেসরকারিকরণ রুখতে এই ইউনিয়ন দীর্ঘদিন ধরেই আন্দোলন চালালেও এবার তারা বেশ কড়া মনোভাবের দিকে এগোচ্ছে। যে পরিপ্রেক্ষিতে তারা এই দুদিন ধর্মঘটের মধ্য দিয়ে যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তা কার্যকর করতে বদ্ধপরিকর। ফলে মনে করা হচ্ছে এই দুদিনের ধর্মঘটে দেশের অর্থনৈতিক লেনদেন বড় ধাক্কা পেতে চলেছে। কারণ এর আগেও নয়টি ব্যাংক ইউনিয়নের ফোরাম UFBU যে ধর্মঘটের ডাক দিয়েছিল তাতে ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হতে দেখা গিয়েছিল।

ব্যাঙ্ক ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় বুধবার সন্ধ্যা থেকেই আন্দোলনে নামতে লক্ষ্য করা গিয়েছে এই ইউনিয়নের ব্যাঙ্ক কর্মীদের। তাদের রাস্তায় নেমে মিছিল করতেও দেখা যায়। যে কারণে এই ধর্মঘট বেশ জোরালো হবে এমনটাই মনে করা হচ্ছে এবং এর পাশাপাশি এটিএম পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের জন্য যে সকল ইউনিয়নগুলি অংশগ্রহণ করেছে সেগুলি হল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অব ব্যাঙ্ক এমপ্লয়িজ, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক এমপ্লয়িজ কনফেডারেশন অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স এবং ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাঙ্ক অফিসার্স।