LPG থেকে ব্যাঙ্ক, ১ মে থেকে বদলে যাচ্ছে চার চারটি নিয়ম

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই কোন না কোন নিয়মে পরিবর্তন আনা হয়। যে সকল পরিবর্তন সরাসরি আমজনতার পকেটে প্রভাব ফেলে। কারণ এই সকল পরিবর্তনের অধিকাংশতেই জড়িয়ে রয়েছে টাকা পয়সা। প্রতিমাসেই যে সকল ক্ষেত্রে পরিবর্তন আনা হয় তার মধ্যে রয়েছে রান্নার গ্যাস, ব্যাঙ্ক অথবা অর্থনীতির সঙ্গে যুক্ত কোন ক্ষেত্র। অন্যান্য মাসের মতো মে মাসেও রান্নার গ্যাস, GST, মিউচুয়াল ফান্ড এবং ব্যাঙ্কিং, এই চারটি ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন।

১) প্রতিমাসের শুরুতেই দেখা যায় রান্নার গ্যাসের দামে কোন না কোন পরিবর্তন আসে। ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের ক্ষেত্রে প্রতিমাসে পরিবর্তন না এলেও ১৯ কেজি ওজনের সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দামে পরিবর্তন লক্ষ্য করা যায়। মে মাসেও এর কোন অন্যথা হবে না বলেই আশা করা হচ্ছে।

২) GST-এর ক্ষেত্রে মে মাসে বিরাট পরিবর্তন আসছে। জিএসটি চালান তৈরি করা এবং আপলোড করার ক্ষেত্রে এযাবত কোন সময়সীমা ছিল না। কিন্তু মে মাসের শুরু থেকে এই নিয়মে পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুসারে ১০০ কোটি টাকার বেশি টার্নওভার রয়েছে এইরকম ব্যবসায়ীদের সাত দিনের মধ্যে চালান রেজিস্ট্রেশন পোর্টাল অর্থাৎ IRP-এ লেনদেনের রশিদ বাধ্যতামূলকভাবে আপলোড করতে হবে।

৩) মে মাস থেকে যে নতুন নিয়ম জারি হচ্ছে সেই নতুন নিয়ম অনুযায়ী এবার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কেওয়াইসি করা বাধ্যতামূলক। সেবি যে গাইডলাইন প্রকাশ করেছে তাতে বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে কেবলমাত্র কেওয়াইসি করা ই ওয়ালেট থেকে।

৪) দেশের অন্যতম বড় ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মে মাস থেকে নতুন নিয়ম জারি করছে। নতুন নিয়ম অনুসারে যদি কোন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা না থাকে অথচ তিনি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন তাহলে বাড়তি চার্জ দিতে হবে। এই ধরনের ঘটনায় ট্রানজেকশন ফেল হলেই ১০ টাকা এবং সঙ্গে জিএসটি প্রদান করতে হবে।