নিজস্ব প্রতিবেদন : সরকারি অফিস হোক অথবা স্কুল, ব্যাঙ্ক, বিভিন্ন উৎসব বা প্রথার পরিপ্রেক্ষিতে ছুটি থাকে। প্রতিমাসেই এই ছুটি দেওয়া হয়। ছুটির দিনগুলিতে যাতে কাউকেই ভোগান্তির শিকার হতে না হয় তার জন্য আগেই সেই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। ব্যাংকের ক্ষেত্রেও একই নিয়ম, ব্যাংক কর্মীদের ছুটির তালিকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগেই প্রকাশ করে থাকে।
বর্তমানে ব্যাংকিং পরিষেবা বহুলাংশে অনলাইন নির্ভর হয়ে পড়লেও ব্যাংকের শাখার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন পরিষেবার জন্য কোন না কোন গ্রাহককে প্রতিদিনই ব্যাংকের শাখায় আসতে হয়। ছুটির দিনে ব্যাংকের শাখায় এসে যাতে গ্রাহকদের ঘুরতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসের ছুটির তালিকা প্রকাশ করে থাকে। সেই মতো নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে, সেই তালিকা সামনে এসেছে।
১ জানুয়ারি (রবিবার) : নববর্ষ এবং রবিবার।
২ জানুয়ারি (সোমবার) : নিউ ইয়ার ব্যাঙ্ক সেলিব্রেশন : মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ জানুয়ারি (বৃহস্পতিবার) : গুরু গোবিন্দ সিং জয়ন্তী : হরিয়ানা এবং রাজস্থানে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৮ জানুয়ারি (রবিবার) : রবিবার উপলক্ষে সাপ্তাহিক ছুটি।
১১ জানুয়ারি (বুধবার) : মিশনারি ডে : মিজোরামে বন্ধ থাকবে ব্যাংক।
১৪ জানুয়ারি (শনিবার) : দ্বিতীয় শনিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
১৫ জানুয়ারি (রবিবার) : রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
২২ জানুয়ারি (রবিবার) : রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
২৩ জানুয়ারি (সোমবার) : নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী : ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৫ জানুয়ারি (বুধবার) : রাজ্য দিবস : হিমাচল প্রদেশে ব্যাংক বন্ধ থাকবে।
২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) : প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
২৮ জানুয়ারি (শনিবার) : চতুর্থ শনিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
২৯ জানুয়ারি (রবিবার) : রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
৩১ জানুয়ারি (সোমবার) : মে-দাম-মে-ফি : অসমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।