নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল লেনদেন যতই বাড়ুক না কেন ব্যাংকের শাখার চাহিদা কমেনি। কোন না কোন কাজের জন্য গ্রাহকদের ব্যাংকের শাখায় আসতে হয়। তবে যদি ব্যাংকের শাখা বন্ধ থাকে আর সেই বন্ধের জন্য গ্রাহকদের ঘুরতে হয় তাহলে হয়রানির শেষ নেই। এই হয়রানি থেকেই গ্রাহকদের রক্ষা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসের ছুটির তালিকা প্রকাশ করে থাকে। সেই তালিকা থেকে জানা যাচ্ছে অক্টোবর মাসে দেশে বিভিন্ন রাজ্যের ভিত্তিতে মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই তালিকা থেকে জানা যাচ্ছে শনিবার এবং রবিবার ছাড়াও বিভিন্ন রাজ্যে যে সকল উৎসব রয়েছে তার ভিত্তিতে ১৫ দিন ছুটি পাবেন ব্যাংক কর্মীরা। যদিও প্রতিটি রাজ্যের ব্যাংক কর্মীরা এই ছুটি পাবেন না।
১ অক্টোবর : ষান্মাষিক ব্যাঙ্ক বন্ধ গ্যাংটকে।
৩ অক্টোবর : দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা, রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪ অক্টোবর : দুর্গাপূজার মহাবনমী উপলক্ষে আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোটি, কলকাতা, লখনৌ, পাটনা, তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ অক্টোবর : দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ইম্ফল ছাড়া সব রাজ্যে ব্যাঙ্ক থাকবে।
৬ ও ৭ অক্টোবর : দশেইন উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ অক্টোবর : মালিদ-ই-শিরীফ উপলক্ষে ভোপাল, জম্মু,কোচি, শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
১৩ অক্টোবর : করওয়া চৌউথ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে সিমলায়।
১৪ অক্টোবর : ইদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে জম্মু, শ্রীনগরে।
১৮ অক্টোবর : কাটি বিহু উপলক্ষে ব্যাংক বন্ধ গুয়াহাটিতে।
২৪ অক্টোবর : কালী পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে গ্যাংটক, ইম্ফল, হায়দরাবাদ ছাড়া সব রাজ্যে।
২৫ অক্টোবর : দিওয়ালি উপলক্ষে ব্যাংক বন্ধ গ্যাংটক, ইম্ফল, হায়দরাবাদে।
২৬ অক্টোবর : ভাইফোঁটা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আহমেদাবাদ, গ্যাংটক, বেঙ্গালুরুতে।
২৭ অক্টোবর : চিত্রাগুপ্ত জয়ন্তী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে গ্যাংটক, ইম্ফল, কানপুরে।
৩১ অক্টোবর : ছট পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ রাঁচি, আহমেদাবাদ, পাটনায়। এছাড়াও সাপ্তাহিক ছুটি হিসাবে রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার দেশের প্রতিটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক।