সুখবর দিলো ব্যাঙ্ক, সাধারণ মানুষের কথা মাথায় রেখে স্বাভাবিক হলো পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মাঝেই গ্রাহকদের স্বস্তির খবর দিল ব্যাঙ্ক। করোনা ভাইরাসের সংক্রমণের ভীতিকে উপেক্ষা করে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সোমবার থেকে ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক রাখার মত সুখবর দিল ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন। দেশের সাধারণ মানুষদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন। অন্যদিকে ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের তরফ থেকে ব্যাঙ্কগুলিকে নজর দিতে বলা হয়েছে যাতে প্রতিটি ব্যাঙ্কের শাখায় পর্যাপ্ত পরিমাণে অর্থ মজুত থাকে।

দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর দেশের ব্যাঙ্কিং সেক্টরগুলি বেশ কিছু বিধিনিষেধ লাগু করেছিল। তাদের তরফ থেকে বলা হয়েছিল প্রতি পাঁচ কিলোমিটার অন্তর অন্তর একটি করে ব্যাঙ্কের শাখা খোলা থাকবে। পাশাপাশি জানানো হয় যে শাখাগুলি খোলা থাকবে সেগুলিতে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত পরিষেবা দেবে গ্রাহকদের। অর্থাৎ ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিষেবা পাওয়ার সময় কমে যাওয়ার পাশাপাশি কমে যায় ব্যাঙ্কের শাখা খোলা থাকার সংখ্যাও কমে যায়। তবে সেই নিয়ম শিথিল হলো সাধারণ মানুষের কথা ভেবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে ৫ কিলোমিটার অন্তরের যে ব্যবধান রাখা হয়েছিল সেই ব্যবধান তুলে নেওয়া হল। ব্যাঙ্কিং পরিষেবা দেশের প্রতিটি শাখাতেই মিলবে আগের মত সকাল ১০ টা থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত। এমনকি গ্রামগঞ্জের ব্যাঙ্কগুলি দেখা গিয়েছিল একদিন অন্তর অন্তর খুলতে, সেগুলিও এবার প্রতিদিনই খোলা থাকবে। আর শহরের ক্ষেত্রে ৫ কিলোমিটারের ব্যবধান উঠে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী গরিব কল্যাণ প্রকল্পে একাধিক মানুষকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি যেহেতু মাসের শেষ হতে চলল সে ক্ষেত্রে সরকারি কর্মীদের অনেককে বেতন তোলার জন্য ব্যাঙ্কে আসতে হতে পারে, পাশাপাশি পেনশন তোলার জন্যও আসতে হতে পারে। এসব কথা মাথায় রেখে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আপাতত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক এই ঝঞ্ঝাট মিটে যাওয়ার পর ব্যাঙ্ক ফের ওয়াক ফ্রম হোম ও সময়ের কাটছাঁট করার পথে হাঁটতে পারে।