রেশন কার্ড থাকলেই আর কিছু দরকার নেই! মিলবে এই দুটি বিশেষ পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে রেশন ব্যবস্থার (Ration) মাধ্যমে প্রায় দেশের ৮০ কোটির বেশি মানুষ পরিষেবা পেয়ে থাকেন। আমজনতার ন্যূনতম চাহিদা হিসাবে খাদ্যের যোগান দেওয়ার জন্যই সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। এই রেশন ব্যবস্থার মাধ্যমে এখন বিনামূল্যে দেশের মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া হয়। রেশন কার্ডের (Ration Card) ক্যাটাগরি অনুযায়ী বিনামূল্যে আলাদা আলাদা পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে থাকেন নাগরিকরা।

অন্যদিকে সরকার এখন এই রেশন কার্ডের পরিধি আরও বৃদ্ধি করতে চাইছে। রেশন ব্যবস্থায় কেবলমাত্র খাদ্য সামগ্রী দিয়েই থেমে থাকতে চাইছে না সরকার। রেশন ব্যবস্থার মধ্য দিয়ে আরও একাধিক পরিষেবা উপহার হিসাবে গ্রাহকদের দিতে চাইছে কেন্দ্র। আর এসবের ফলে রেশন ডিলাররা আরও বেশি মুনাফা লাভের সুযোগও পাবেন। ঠিক সেই রকমই রেশন কার্ড থাকলে এখন দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে কেন্দ্র।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী আর রেশন দোকান চাল, ডালের মধ্যে সীমাবদ্ধ না থেকে কমন সার্ভিস সেন্টারে পরিণত হতে চলেছে। সব মিলিয়ে রেশন দোকানের চেহারাটাই বদলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার রেশন দোকানে যাওয়া হবে ব্যাংকিং পরিষেবা (Banking Service)। শুধু ব্যাংকিং পরিষেবা নয়, এর পাশাপাশি রেশন দোকানে মিলবে রান্নার গ্যাস পরিষেবা।

রেশন দোকান থেকে যাতে ব্যাংকিং পরিষেবা দেওয়া যায় তার জন্য বিভিন্ন ব্যাংকের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে চালু হওয়া ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সুবিধা পাওয়া যাবে রেশন দোকানে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রেশন দোকানেই জমা দেওয়া যাবে টাকা, টাকা তোলা যাবে এবং ব্যাংকিং বিভিন্ন পরিষেবার পাশাপাশি পোস্ট অফিসেরও বিভিন্ন পরিসেবা মিলবে।

শুধু তাই নয় এর পাশাপাশি রেশন দোকানে এমন সব পরিষেবা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেগুলির জন্য সাধারণ মানুষদের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। যেমন রেশন দোকানেই তৈরি করানো যাবে আধার কার্ড থেকে পাসপোর্ট সবকিছু। রেশন দোকানকে সর্বান্তকরণে এমন পরিবর্তনের পক্ষে সায় দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।