লকডাউন থাকলেও ব্যাঙ্কে মিলবে জরুরি চারটি পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণের মুহূর্তে রবিবার দেশজুড়ে ৭৫টি শহরে লকডাউনের কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। ঠিক তার পরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় রাজ্যের ১৮ টি জেলার বিভিন্ন জায়গা লকডাউন করার। রাজ্য সরকারের এমন ঘোষণাকে রাজ্যের বেশিরভাগ মানুষ স্বাগত জানালেও অনেকের মধ্যেই শংসা তৈরি হয়েছে বিভিন্ন জরুরি পরিষেবা নিয়ে। তবে শংসা হওয়ার কোনো কারণ নেই, কারণ রাজ্যজুড়ে ১৮ টি জেলার বিভিন্ন জায়গা লকডাউন হলেও চালু থাকছে সমস্ত রকম জরুরি পরিষেবা। ঠিক সেরকমই চালু থাকছে জরুরি পরিষেবা ব্যাঙ্কিং পরিষেবা। আর এই লকডাউনের মুহূর্তেও ব্যাঙ্কে চারটি পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA)।

Advertisements

Advertisements

IBA রবিবার বিবৃতিতে জানিয়েছে, সোমবার থেকে দেশের সমস্ত ব্যাঙ্কে ও তাদের শাখায় টাকা জমা দেওয়া ও টাকা তোলা, চেক জমা দেওয়া, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, সরকারি লেনদেন চালু থাকবে। তবে পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে এই সকল পরিষেবায় রদবদল করা হতে পারে। পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে খুব জরুরী না থাকলে ব্যাঙ্কের শাখায় গ্রাহকদের না যাওয়াই উচিত।

Advertisements

তবে ব্যাঙ্কের শাখাগুলিতে এই চারটি জরুরী পরিষেবা চালু থাকলেও অনলাইনে সমস্ত রকম পরিষেবা প্রদান করবে ব্যাঙ্ক। ডিজিট্যাল পরিষেবা চালু রাখার জন্য ব্যাঙ্কের কর্মচারীরা ২৪ ঘন্টা সচেষ্ট থাকবে। এছাড়াও চালু থাকবে এটিএম পরিষেবা। পাশাপাশি ব্যবসা-বানিজ্যের ক্ষতি আটকাতে ব্যংকের তরফে অল্প সুদে ঋণ দেওয়ার কথাও জানিয়েছে IBA।

Advertisements