মার্চে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা দেখে কাজ সারুন

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসে মোট দিনের সংখ্যা ৩১। তার মধ্যে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর ফলে অবশ্য ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষদের। জাতীয় ছুটি, সাপ্তাহিক ছুটি ও আঞ্চলিক ছুটির মিলিয়ে মার্চে এই ব্যাঙ্ক বন্ধের দিন মোটামুটি ১৩। মার্চ মাসের সবথেকে বড় উৎসব দোল বা হোলি। ভারতের বিভিন্ন প্রান্তেই বেশ বড় করে পালন করা হয় এই উৎসব। এর ফলে কোনো কোনো অঞ্চলে আবার কোথাও কোথাও দু’দিন পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই ছুটির তালিকা দেখে কাজ সারুন।

রিসার্ভ ব্যাঙ্কের ঘোষণা করা ছুটির তালিকা অনুযায়ী মার্চ মাসে ৮টি জাতীয় ছুটির দিন বা ন্যাশনাল হলিডে থাকবে, যেসব দিনে ভারতে বন্ধ থাকবে বন্ধ। তবে তার সাথেই আছে পাঁচটি আঞ্চলিক ছুটির দিন যার মধ্যে আছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুধি পারোয়া বা উগারি, আবার ঝাড়খণ্ডে আছে সারহুল উৎসব ইত্যাদি।

পাঁচটি রবিবার ও দু’টি শনিবার সহ হোলি মিলিয়ে মার্চে ব্যাঙ্কের সর্বভারতীয় ছুটির দিন ৮টি। এরই সঙ্গে জুড়ছে কর্মীদের ধর্মঘটের জন্য বাড়তি ছুটি। বেতন বৃদ্ধির দাবি ও ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরোধিতা সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। একই দাবিতে গত ৩১ শে জানুয়ারি ধর্মঘটে শামিল হয়েছিল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। কিন্তু ওই ধর্মঘটের পর সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই ফের তারা টানা তিন দিনের ধর্মঘট ডাকে। যদিও এই ধর্মঘটের মার্চ মাসে হচ্ছে না জানায় ইউনিয়নগুলি।

মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক জাতীয় ছুটি

  • ১লা মার্চ ২০২০ – রবিবার।
  • ৮ ই মার্চ – রবিবার
  • ১০ ই মার্চ – হোলি – মঙ্গলবার
  • ১৪ ই মার্চ – দ্বিতীয় শনিবার
  • ১৫ ই মার্চ – রবিবার
  • ২২ মার্চ – রবিবার
  • ২৮ মার্চ – চতুর্থ শনিবার
  • ২৯ মার্চ – রবিবার

আঞ্চলিক ছুটি

  • ৬ ই মার্চ – চাপচার কুট – শুক্রবার
  • ৯ ই মার্চ – হোলিকা দহন, দোলযাত্রা, হজরত আলির জন্মদিন – সোমবার
  • ১১ ই মার্চ – হোলি
  • ২৫ মার্চ – গুধী পারয়া, উগারী, প্রথম নবরাত্রা
  • ২৭ মার্চ – সরহুল

৬ ই মার্চের ছুটিটা আইজলের ব্যাঙ্কগুলির জন্য, ৯ ই মার্চের ছুটি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ ও পশ্চিমবাংলার ব্যাঙ্কগুলির জন্য ১১ ই মার্চ বিহার ও ঝাড়খণ্ডের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৫ মার্চের ছুটি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গোয়া ও জম্মু কাশ্মীরের ব্যাঙ্কগুলির জন্য এবং  ২৭ ই মার্চের ছুটিটা শুধুমাত্র ঝাড়খণ্ডের ব্যাঙ্কগুলির জন্য। সব মিলিয়ে পুরো দেশে মার্চ মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।