ব্যাঙ্কে টাকা জমা বা তোলায় কি আলাদা চার্জ, কি বলছে কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) তাদের গ্রাহকদের জন্য সেভিংস (Savings account) এবং কারেন্ট অ্যাকাউন্টে (current account) টাকা জমা করা অথবা তোলার ক্ষেত্রে আলাদা করে চার্জ করা হবে বলে ঘোষণা করে।

Advertisements

যার পর থেকেই জল্পনা শুরু হয় অন্যান্য রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিও একই পথে হাঁটবে। যদিও ব্যাঙ্ক অফ বরোদা দিন কয়েক পরেই এমন সিদ্ধান্ত তুলে নেয়। তবে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে অতিরিক্ত চার্জের জল্পনার অবসানের সমাপ্তি ঘটেনি। আর এসবের পরেই এবার মুখ খুললো কেন্দ্র।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, করোনাকালে কোন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সার্ভিস চার্জ বাড়ানো হচ্ছে না। হালে পরিষেবা চার্জ বাড়ানো নিয়ে যে খবর ছড়িয়ে ছিল তা ভুল বলে দাবি করা হয়েছে।

কেন্দ্রের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে, আরবিআই (RBI)-এর নির্দেশ মেনে ৪১ কোটি জনগণ অ্যাকাউন্ট (jan dhan account) এবং ৬০ কোটি সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জের (service charge) জন্য কোনরকম টাকা নেওয়া হবে না।

তবে এখনই এই আলাদা কোন চার্জ হচ্ছে না বলে জানানো হলেও ভবিষ্যতে ভবিষ্যতে আলাদা করে সার্ভিস চার্জ বসানো হবে কিনা তা স্পষ্ট নয়। স্পষ্ট নয় এই কারণেই তাহলো ব্যাঙ্ক অফ বরোদার ঘোষণায়। তাদের ঘোষণা নিয়ে প্রশ্ন উঠছে কেনই বা তারা এমনটা জানিয়েছিল এবং পরে সেই সিদ্ধান্ত তুলে নেয়।

Advertisements