Bankura-Siliguri New Bus: চালু হলো নতুন বাস পরিষেবা, এবার এই বাস দৌঁড়াবে বাঁকুড়া থেকে টানা শিলিগুড়ি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bankura-Siliguri New Bus: বাঙালী দীঘা, পুরীর পাশাপাশি বাঁকুড়া, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চল গুলিতে ঘুরতে যেতে পছন্দ করেন। প্রতিটি জায়গাই এক একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে। তবে শিলিগুড়ি যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো বাস। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই বাসের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চালিয়ে নিয়ে যান। বাসে করে ভ্রমণে যেতে বেশ স্বাছন্দ বোধ করে। তাই সম্প্রতি বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার নতুন বাস (Bankura-Siliguri New Bus) পরিষেবা চালু করা হলো, তাও আবার সরকারি।

Advertisements

অনেক আগেই বাঁকুড়া থেকে দীঘা বা পুরি যাওয়ার বাস পরিষেবা খুব সহজেই পাওয়া যায়। এইবার এই যাত্রাকে দীর্ঘ করার জন্য শিলিগুড়ি পর্যন্ত নতুন বাস (Bankura-Siliguri New Bus) পরিষেবা চালু হলো। মানুষজন বেসরকারি থেকে সরকারি বাসের উপর বেশি ভরসা করে। তার অন্যতম প্রধান কারণ হলো সরকারি বাসের ভাড়া তুলনামূলক কম এবং সরকারি বাসগুলো একদম সঠিক সময়ে চলাচল করে। তাই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মহা নির্দেশক প্রণব কুমার ঘোষ ঘোষণা করেন যে, শুধুমাত্র একটি নতুন বাসায় সীমাবদ্ধ নয় তারা আরো বাস পরিষেবা আনতে চেষ্টা করছেন। এখনো পর্যন্ত তাদের সংস্থার মোট বাসের সংখ্যা ৮৭৩ টি। এবার এই সংখ্যাকে এক হাজারে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে।

Advertisements

এছাড়া শিলিগুড়ির পাশাপাশি জঙ্গলমহলেও বেশি পরিমাণে বাস পরিষেবা চালু করার চিন্তাভাবনা রয়েছে। বাঁকুড়া থেকে শিলিগুড়ি বাসের গড় সময়কাল সাধারণত ১৩ ঘন্টা ৪১ মিনিট। তবে, রুট, ট্র্যাফিক, আবহাওয়া বা অন্যান্য পরিস্থিতির কারণে সময়ের পরিবর্তন হতে পারে। বাঁকুড়া থেকে শিলিগুড়ির জন্য প্রথম বাসটি দুপুর ২:২০ এ ছাড়ে এবং শেষ বাসটি সন্ধ্যা ৭:২০ এ বাঁকুড়া ছেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে এবার বাঁকুড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু করা হলো।

Advertisements

আরও পড়ুন:Ranaghat StationRanaghat Station: প্রথমে তালিকায় নাম না থাকলেও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হলো রানাঘাট স্টেশন সাজানোর জন্য

এই নতুন বাসটির (Bankura-Siliguri New Bus) বাঁকুড়া থেকে ঠিক বিকেল পাঁচটা নাগাদ ছাড়বে যা শিলিগুড়িতে পৌঁছবে পরের দিন ভোর পাঁচটার মধ্যে। আবার তখনই সেই বাসটির ফেরত আসবে বাঁকুড়াতে। এই নতুন বাসের ভাড়া ১১৫০ টাকা মাত্র। শুধুমাত্র বাস পরিষেবা নয় চালু হতে চলেছে বাঁকুড়ার ডিপোতে নতুন সিএনজি স্টেশন। এই সিএনজি চালিত নতুন বাস গুলি চলবে জঙ্গলমহলেও। এছাড়া খাতড়া-দুর্গাপুর, ঝিলিমিলি-দিঘা, খাতড়া-কলকাতা, ঝিলিমিলি-কলকাতা, বান্দোয়ান-কলকাতা থেকে এই সমস্ত বাস চলবে আসানসোল রুট হয়ে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কথা অনুযায়ী দু মাসের মধ্যেই ১০০ ডিজেল চালিত এবং ২০০ সিএনজি নতুন বাস চালু হতে চলেছে।

ইতিমধ্যে সাংসদ অরূপ চক্রবর্তী প্রথম বাঁকুড়া ডিপো থেকে শীততাপ নিয়ন্ত্রিত বাস চালু করেছেন। তিনি এই নতুন বাস পরিষেবার উদ্দেশ্যে বলেন যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যথেষ্ট কাজ করছে। এই নতুন বাস পরিষেবার ফলে অনেক যাত্রীদের সুবিধা হবে। এছাড়া লোকাল মানুষজনের যাতায়াতের সুবিধা হবে।

Advertisements